PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Daily আপডেট GK ৮ ফেব্রুয়ারি ২০২৪



# শেখ হাসিনাকে 'এশিয়ার আইরন লেডি' খেতাবে ভূষিত করে কোন সাময়িকী?
উত্তরঃ দ্য ইকোনোমিস্ট।

# বর্তমানে বাংলাদেশের সাথে ইউরোপের কী পরিমাণ অর্থমূল্যের বাণিজ্য রয়েছে?
উত্তরঃ ২৪ বিলিয়ন ইউরো।

# 'বিবিএস' এর জরিপ-২০২২ অনুযায়ী ছেলেদের প্রথম বিয়ের গড় বয়স কত?
উত্তরঃ ২৪ বছর। (মেয়েদের ১৮.৪ বছর)।

# 'কোকেন' উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ কলম্বিয়া। (মোট উৎপাদনের ৬১ শতাংশ, দ্বিতীয় শীর্ষ দেশ পেরু)

# সম্প্রতি ইরান কোন দেশের পর্যটকদের বিনা ভিসায় ভ্রমণের সুযোগ দিয়েছে?
উত্তরঃ ভারত।

# মাদক উৎপাদন ও চোরাচালানের পথ 'গোল্ডেন ক্রিসেন্ট' কোন তিনটি দেশকে চিহ্নিত করে?
উত্তরঃ ইরান, আফগানিস্তান ও পাকিস্তান।

# গাজায় যুদ্ধবিরতির জন্য 'হামাস' কয়টি শর্ত দেন?
উত্তরঃ ৩টি (প্যারিস বৈঠক এর মাধ্যমে যুদ্ধ বিরতির প্রস্তাব আসে)।

# বাংলাদেশ-ভারত নতুন নৌপথ কোনটি?
উত্তরঃ সুলতানগঞ্জ-ময়া নৌপথ। (চালু হবে ১২ ফেব্রুয়ারি)

# বাংলাদেশে অবস্থানরত কোন দেশের বিদেশি নাগরিকের সংখ্যা সবচেয়ে বেশি?
উত্তরঃ ভারত। (৩৭,৪৬৪ জন, ২য় অবস্থান হল চীনের)।

# ইয়েমেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তরঃ আহমেদ আওয়াদ বিন মুবারক। (সাবেক পররাষ্ট্রমন্ত্রী)

# জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে মাতৃমৃত্যুহারের লক্ষমাত্রা কত?
উত্তরঃ প্রতি লাখে ৭০ জন।

# তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (LNG) রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ যুক্তরাষ্ট্র

# ২০২৬ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে কোন স্টেডিয়ামে?
উত্তরঃ আজতেকা স্টেডিয়াম, মেক্সিকো।

# সম্প্রতি ইরান তাদের ৪র্থ পারমাণবিক চুল্লি কোথায় নির্মাণের ঘোষণা দিয়েছে?
উত্তরঃ ইসফাহান।

# সম্প্রতি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হওয়া চিলির সাবেক প্রেসিডেন্টের নাম কী?
উত্তরঃ সেবাস্তিয়ান পিনেরা।

# বিবিএস এর তথ্যানুসারে বর্তমানে দেশে মাতৃমৃত্যুরহার কত?
উত্তরঃ ১৫৩ জন। (প্রতি ১ লাখে)

# দেশে অর্থনীতির গতিশীলতা নির্ণয়ে সম্প্রতি কোন সূচক চালু হতে যাচ্ছে?
উত্তরঃ পারচেজিং ম্যানেজার ইনডেক্স (পিএমআই) সূচক।

# ভারতীয় সেনারা মালদ্বীপ ত্যাগ করবে কত তারিখের মধ্যে?
উত্তরঃ ১০ মে, ২০২৪।

# সীমান্তে নিরাপত্তা ও মিত্রদের সহায়তায় কত ডলারের বিল করেছে যুক্তরাষ্ট্র?
উত্তরঃ ১১৮ বিলিয়ন ডলার।

# সম্প্রতি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন মহাপরিচালক হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন কে?
উত্তরঃ মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

# সম্প্রতি গুপ্তচরবৃত্তির দায়ে অস্ট্রেলিয়ার কোন লেখককে চীনের আদালত 'স্থগিত মৃত্যুদণ্ড' দিয়েছে?
উত্তরঃ ইয়াং জুন।

# কোন স্টেডিয়ামে রেকর্ড তৃতীয়বারের মতো ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হতে যাচ্ছে?
উত্তরঃ আজতেকা, মেক্সিকো।

# ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে?
উত্তরঃ নিউজার্সির মেটলাইফ স্টেডিয়াম (যুক্তরাষ্ট্র)।

# নামিবিয়ার নতুন প্রেসিডেন্টের নাম কী?
উত্তরঃ নাঙ্গোলো এমবুম্বা।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.