PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Daily আপডেট GK ৭ ফেব্রুয়ারি ২০২৪



# জানুয়ারি মাসে দেশের মোট পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধির পরিমাণ কত?
উত্তর: 11.45 শতাংশ।

# BBS এর তথ্যমতে দেশে কোন রোগে মানুষের বেশি মৃত্যু ঘটে?
উত্তর: হৃদরোগে (মোট মৃত্যুর 21 শতাংশ)।

# দেশের অর্থনীতির গতিশীলতা নির্ণয়ে সম্প্রতি কোন সূচক চালু হতে যাচ্ছে?
উত্তর: পারচেজিং ম্যানেজার ইনডেক্স (পিএমআই) সূচক।

# সীমান্তে নিরাপত্তা ও মিত্রদের সহায়তায় কত ডলারের বিল করেছে যুক্তরাষ্ট্র?
উত্তর: 118 বিলিয়ন ডলার।

# সম্প্রতি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন মহাপরিচালক হিসাবে দায়িত্ববার গ্রহণ করেন কে?
উত্তর: মেজর জেনারেল মহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

# নামিবিয়ার নতুন প্রেসিডেন্টের নাম কী?
উত্তর: নাঙ্গোলা এমবুম্বা।

# বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বাংলাদেশের মানুষ কমপক্ষে কত ধরনের ক্যানসারে আক্রান্ত হচ্ছে?
উত্তর: ৩২ ধরনের।

# কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সহজ ও নির্ভুলভাবে বাংলা লেখার সফটওয়্যারের নাম কী?
উত্তর: সঠিক।

# জাতীয় সংসদে অভ্যান্তরীণ স্থায়ী কমিটির সংখ্যা কতটি?
উত্তর: ৫০টি(সম্প্রতি দ্বাদশ সংসদে ২টি গঠন করা হয়)।

# কোন দুইটি দেশ ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির তৎপরতা চালাচ্ছে?
উত্তর: কাতার ও মিশর (বৈঠক অনুষ্ঠিত হয় প্যারিসে)।

# 'ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (২০২৪)' কততম আসর অনুষ্ঠিত হচ্ছে?
উত্তর: ২৮তম (প্রথম অনুষ্ঠিত হয় ১৯৯৫)।

# ২০২৮ সালে নাসা শনি গ্রহের টাইটান উপগ্রহে পাঠাতে যাওয়া পারমানবিক শক্তি চালিত হেলিকপ্টারের নাম কী?
উত্তর: ড্রাগনফ্লাই।

# ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ পেয়েছেন কে?
উত্তর: আহমেদ আওয়াদ বিন মুবারক।

# 'টাঙ্গাইল শাড়ি' উৎপাদনের সাথে জড়িত সম্পদ্রায়ের নাম কী?
উত্তর: বসাক সম্প্রদায়।

#দেশভাগের পটভূমিতে নির্মিত সিনেমা 'চিত্রা নদীর পাড়ে' এর পরিচালকের নাম কী?
উত্তর: তানভীর মোকাম্মেল।

# সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক প্রকাশিত 'বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস-২০২২' অনুসারে, দেশে বর্তমানে মাতৃমৃত্যুর হার কত?
উত্তর: ১৫৩ জন (১ লাখ জীবিত সন্তান জন্ম দিতে ১৫৩ জন মারা যান)।

# জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে মাতৃমৃত্যুর হার কততে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে?
উত্তর: প্রতি লাখে ৭০ জন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.