PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Daily আপডেট GK ০৮ ফেব্রুয়ারি ২০২৪



# বাংলাদেশ সরকার সম্প্রতি কোন দেশ থেকে এলএনজি আমদানি করছে?
উত্তর: সিঙ্গাপুর।

# দেমে প্রথমবারের মতো বিদ্যুৎ চালিত বাইসাইকেল তৈরি শুরু করেছে কোন প্রতিষ্ঠান?
উত্তর: আরএফএল।

# কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস এর তথ্য অনুযায়ী ইতিহাসের উষ্ণতম জানুয়ারি মাস ছিলে-
উত্তর: ২০২৪ সালে।

# বিপিজিএমইএ প্লাস্টিক পণ্য রপ্তানিতে কত সাল পর্যন্ত ১০ শতাংশ হারে নগদ প্রণোদনা চান?
উত্তর: ২০২৬ সাল।

# আমেরিকার 'জাতীয় ফুটবল লীগ' এর ফাইনাল ম্যাচ কী নামে পরিচিত?
উত্তর: সুপারবোল।

# বর্তমানে বাংলাদেশে মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট?
উত্তর: ২৯,৭২৭ মেগাওয়ার্ট।

# তিন পর্ব মিলে বর্তমানে শহীদ বুদ্ধিজীবীর সংখ্যা কত জন?
উত্তর: ৪৪২ জন।

# অনূর্ধ্ব ১৯ নারী ফুটবলে যৌথ চ্যাম্পিয়ান-
উত্তর: বাংলাদেশ ও ভারত।

# দুর্নীতি দমন কমিশনের প্রথম নারী সবিচ কে?
উত্তর: খোরশেদা ইয়াসমিন।

# বর্তমানে বাংলাদেশের সাথে ইউরোপের কী পরিমাণ অর্থমূল্যের বাণিজ্য রয়েছে?
উত্তর: ২৪ বিলিয়ন ইউরো।
# বিবিএস এর তথ্যমতে, ছেলেদের প্রথম বিয়ের গড় বয়স কত বছর?
উত্তর: ২৪ বছর (মেয়ে- ১৮.৪)।

# টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতের শাড়িকে ভৌগোলিক নির্দেশক পণ্য ঘোষণা করেছে কোন মন্ত্রণালয়?
উত্তর: শিল্প মন্ত্রণালয়।

# বাংলাদেশের রপ্তানি করা মৎস্য ও মৎস্যজাত পণ্যের মধ্যে চিংড়ির পরিমাণ কত শতাংশ?
উত্তর: ৪৬ শতাংশ।

# ২০২৩-২৪ অর্থবছরে বিটিসির জ্বালানি তেলের চাহিদার প্রাক্কলন কত?
উত্তর: ৭৮ লাখ টন।

# বর্তমানে বিশ্বে ক্রিপ্টোকারেন্সির বাজারের আনুমানিক মূল্য কত?
উত্তর: প্রায় ১.৯০ লক্ষ কোটি ডলার।

# ভারতের সাথে বাংলাদেশের নতুন নৌপথ কোনটি?
উত্তর: সুলতানগঞ্জ থেকে ময়া নৌপথ।

# 'হামাস' যুদ্ধবিরতিতে কয়টি শর্ত দিয়েছেন?
উত্তর: ৩টি।

# 'বিকশিত ভারত' রূপকল্প বাস্তবায়ন কত সালের মধ্যে- উত্তর: ২০৪৭ সাল।

# সম্প্রতি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হওয়া চিলির সাবেক প্রেসিডেন্টের নাম কী?
উত্তর: সেবাস্তিয়ান পিনেরা।

# কত সালের মধ্যে SDG মাতৃমৃত্যুর হার ১ লাখে ৭০ এর নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নিধারণ করেছে?
উত্তর: ২০৩০ সাল।

# বাংলাদেশে অবস্থানরত কোন দেশের বৈধ নাগরিকদের সংখ্যা সবচেয়ে বেশি?
উত্তর: ভারত (প্রায় ৩৭,৪৬৪ জন)।

# ইরান তাদের ৪র্থ পারমাণবিক চুল্লি কোথায় নির্মাণের ঘোষণা দিয়েছে?
উত্তর: ইসফাহানে।

# জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনসমূহের ভোট কবে অনুষ্ঠিত হবে?
উত্তর: ১৪ মার্চ।

# 'গ্র্যামি পুরস্কার (Grammy Awards) কীসের জন্য দেওয়া হয়?
উত্তর: সঙ্গীত।

# বিবিএস এর তথ্যনুযায়ী, বর্তমানে বাংলাদেশে মাতৃমৃত্যুর হার কত?
উত্তর: ১৫৩ জন (প্রতি লাখে)।

# দেশে মোট আয়তনের মধ্যে বনভূমি আছে কত শতাংশ?
উত্তর: ১৫.৫৮ শতাংশ।

# ইয়েমেনের নতুন নির্বাচিত প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তর: আহমেদ আওয়াদ বিন মুবারক।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.