PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Daily আপডেট GK ২১ ফেব্রুয়ারি ২০২৪



# কবে বাংলাদেশ সরকার রাষ্ট্রীয় পুরস্কার একুশে পদক প্রবর্তন করে?
উত্তর: ১৯৭৭ সালের ২০ ফেব্রুয়ারি।

# কত সালে এলডিসি তালিকা থেকে বের হবে বাংলাদেশ?
উত্তর: ২০২৬ সালে।

# শুধু জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাংলাদেশ কত সালের মধ্যে ২ শতাংশ জিডিপি হারাবে?
উত্তর: ২০৫০ সালের মধ্যে। (যা ২১০০ সালের মধ্যে হবে ৯ শতাংশ)

# মিউনিখ নিরাপত্তা সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতটি প্রস্তাব তুলে ধরেছেন?
উত্তর: ৬ টি।

# কালোভ্রমর উপন্যাসের লেখক কে?
উত্তর: ডাঃ নীহাররঞ্জন গুপ্ত। (মৃত্যু: ২০ ফেব্রুয়ারি, ১৯৮৬)

# সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপ্রধানকে ব্যাক্তিগত গাড়ি উপহার করেন ভ্লাদিমির পুতিন?
উত্তর: উত্তর কোরিয়ার (কিম জং-উন) কে।

# মালদ্বীপ কত সালে ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে?
উত্তর: ১৯৬৫ সালে।

# মরিশাস এর রাজধানীর নাম কী?
উত্তর: পোর্ট লুইস।

# বাংলাদেশে 4G সেবা চালু হয় কবে?
উত্তর: ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি।

# ভাইসরয় লর্ড কার্জন ঢাকাতে কার্জন হলের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কবে?
উত্তর: ১৯০৪ সালের ১৯ ফেব্রুয়ারি।

# বর্তমানে বাংলাদেশের দিনে কতটুকু গ্যাস আমদানির সক্ষমতা রয়েছে?
উত্তর: ১১০ কোটি ঘনফুট।

# ২০২৬ সালের জুনের পর দেশে দৈনিক কী পরিমাণ গ্যাসের চাহিদা হবে?
উত্তর: ৪৫০ কোটি ঘনফুট। (সুত্র: পেট্রোবাংলা)

# উড়োজাহাজে আংশিকভাবে পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাধ্যতামূলক করছে কোন দেশ?
উত্তর: সিঙ্গাপুর।

# বিশ্বের প্রথম কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহের নাম কী?
উত্তর: লিগনোস্যাট। (জাপানের তৈরি)

# পরবর্তী ৪০ বছর কোন অঞ্চল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির ভবিষ্যৎ হতে যাচ্ছে?
উত্তর: পূর্ব এশিয়া।

# ২০২৩ সালে যুক্তরাষ্ট্র কী পরিমাণ পোশাক আমদানি করেছে?
উত্তর: ৭,৭৮৪ কোটি ডলারের। (২০২২ সালে তা ছিলো ৯,৯৮৬ কোটি ডলার)

# কাজী নজরুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের নাগিরকত্ব প্রদান করা হয় কবে?
উত্তর: ১৯৭৬ সালের ১৮ ফেব্রুয়ারি।

# কাকে কেন্দ্র করে বাংলা সাহিত্যে জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে?
উত্তর: শ্রীচৈতন্যদেব। (জন্ম: ১৮ ফেব্রুয়ারি, ১৪৮৬)

# মিউনিক সম্মেলনে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি কত ডিগ্রিতে সীমাবদ্ধ রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ?
উত্তর: ১.৫ ডিগ্রি।

# সম্প্রতি কোন দেশে প্রায় এক লক্ষ বছর আগের মানুষের পায়ের ছাপ পাওয়া গেছে?
উত্তর: উত্তর আফ্রিকার দেশ মরক্কোয়। (প্রায় ৮০টি পদচিহ্ন পাওয়া গেছে)

# ওপেনএআইয়ের বর্তমান বাজারমূল্য কত?
উত্তর: ৮০ বিলিয়ন ডলার।

# বামন গ্রহ প্লুটো আবিষ্কৃত হয় কবে?
উত্তর: ১৯৩০ সালের ১৮ ফেব্রুয়ারি।

# সম্প্রতি কোন দেশ নতুন প্রজন্মের (এইচ-৩) রকেট উৎক্ষেপণ করেছে?
উত্তর: জাপান।

# IMF এর তালিকায় বিশ্বের সবচেয়ে ধনী দেশ লুক্সেমবার্গের মাথাপিছু আয় কত?
উত্তর: ১ লাখ ৪০ হাজার ৩১২ ডলার।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.