# ন্যাটোর আগামী শীর্ষ সম্মেলন কোন মাসে অনুষ্ঠিত হবে?
উত্তরঃ জুলাই মাসে।
# পাকিস্তানের প্রথম নারী মুখ্যমন্ত্রীর নাম কী?
উত্তরঃ মরিয়ম নওয়াজ।
# 'নারী টি-২০ বিশ্বকাপ-২০২৪' কোন দেশে অনুষ্ঠিত হবে?
উত্তরঃ বাংলাদেশে।
# বিবিএস এর তথ্যমতে দেশের কত শতাংশ মানুষ ব্যাংকিং সেবার বাইরে রয়েছেন?
উত্তরঃ ৫১ দশমিক ৫০ শতাংশ।
# সম্প্রতি ইসরায়েল কোন দেশের প্রেসিডেন্টকে 'পার্সোনা নন গ্রাটা (অবাঞ্চিত)' ঘোষণা করেছে?
উত্তরঃ ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা' সিলভা-কে।
# ঝুঁকিপূর্ণ সব ভাষা সম্পর্কে সচেতনতা আরো জোরদারের জন্য জাতিসংঘ কোন সময়কালকে আদিবাসী জনগোষ্ঠীর ভাষা সংরক্ষণের কার্যক্রম দশক হিসাবে ঘোষণা করে?
উত্তরঃ ২০২২-২০৩২।
# কত সাল থেকে ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্স মঙ্গল গ্রহে মানুষ পাঠাবে?
উত্তরঃ ২০২৯ সাল থেকে। (প্রায় ১০ লাখ মানুষ পাঠানো হবে)
# সমাজসেবায় অবদানের জন্য ২০২৪ সালে একুশে পদক পেয়েছেন কে?
উত্তরঃ জিয়াউল হক। (চাঁপাইনবাবগঞ্জ)
# বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ল্যাপটপ কোনটি?
উত্তরঃ গ্যালাক্সি বুক ৪ (নির্মাণকারী প্রতিষ্ঠান- স্যামসাং)।
# 'নারী টি-২০ বিশ্বকাপ-২০২৪' কোন দেশে অনুষ্ঠিত হবে?
উত্তরঃ বাংলাদেশে
# গাজায় গণহত্যাকে কেন্দ্র করে ICJ -তে কয়টি দেশ যুক্তিতর্ক উপস্থাপন করবে?
উত্তরঃ ৫২টি দেশ।
# গাজায় ইসরায়েল কর্তৃক গণহত্যা চালাচ্ছে এই মর্মে ICJ -তে মামলা দায়ের করে কোন দেশ?
উত্তরঃ দক্ষিণ আফ্রিকা।
# 'একুশে পদক-২০২৪' কত জনকে দেওয়া হয়েছে?
উত্তরঃ ২১ জন।
# সম্প্রতি কোন দেশ নতুন প্রজন্মের (এইচ-৩) রকেট উৎক্ষেপণ করেছে?
উত্তরঃ জাপান।
# বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বর্তমানে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তরঃ ১০২তম (১৯৯টি দেশের মধ্যে)।
# সম্প্রতি ভারত কয়টি দেশে সরকারি পর্যায়ে পেঁয়াজ রফতানির অনুমতি দিয়েছে?
উত্তরঃ ৬টি দেশে।
# ইসরায়েলের দখল করা ফিলিস্তিনের ভূখণ্ড নিয়ে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজে-তে কয়টি সংগঠন যুক্তিতর্ক উপস্থাপন করবে?
উত্তরঃ ৩ টি (আরব লীগ, ওআইসি ও আফ্রিকান ইউনিয়ন)।
# সম্প্রতি ভারত কয়টি দেশে সরকারি পর্যায়ে (জিটুজি) পেঁয়াজ রপ্তানি করার অনুমতি দিয়েছে?
উত্তরঃ ৬ টি।
# সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপ্রধানকে ব্যাক্তিগত গাড়ি উপহার করেন ভ্লাদিমির পুতিন?
উত্তরঃ উত্তর কোরিয়ার (কিম জং-উন) কে।
# শুধু জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাংলাদেশ কত সালের মধ্যে ২ শতাংশ জিডিপি হারাবে?
উত্তরঃ ২০৫০ সালের মধ্যে। (যা ২১০০ সালের মধ্যে হবে ৯ শতাংশ)
# সরকারের অষ্টম মহাপরিকল্পনায় ২০২৫ সাল নাগাদ নবায়নযোগ্য জ্বালানি থেকে কত শতাংশ বিদ্যুৎ উৎপাদিত হবে?
উত্তরঃ ১০ শতাংশ।
# ইসরায়েলের দখল করা ফিলিস্তিনের ভূখণ্ড নিয়ে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজে-তে বাংলাদেশসহ কয়টি দেশ যুক্তিতর্ক উপস্থাপন করবে?
উত্তরঃ ৫২ টি।
# বর্তমানে বাংলাদেশ পুলিশের মোট মঞ্জুরিকৃত জনবল কতজন?
উত্তরঃ ২,১৪,১৭৬ জন।
Daily আপডেট GK ২২ ফেব্রুয়ারি ২০২৪
0