# বাংলাদেশ সরকার একুশে পদককে কবে থেকে রাষ্ট্রীয় পুরস্কার হিসেবে প্রবর্তন করেন?
উত্তর: ২০ ফেব্রুয়ারি ১৯৭৭।
# জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাংলাদেশ কত সালের মধ্যে ২ শতাংশ জিডিপি হারাবে?
উত্তর: ২০৫০ সাল।
# ভ্লাদিমির পুতিন সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপ্রধানকে গাড়ি উপহার দিয়েছে?
উত্তর: উত্তর কোরিয়া।
# এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপ-২০২৪ কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে?
উত্তর: তেহেরান, ইরান।
# সরকার কর্তৃক জারি করা মুদ্রা যা সোনার মতো কোনো মুদ্রা দ্বারা সমর্থিত না তাকে বলে-
উত্তর: ফিয়াট মানি।
# বিশ্বের ২৬টি দেশের কারাগারে কতজন বাংলাদেশি প্রবাসী আটক আছে?
উত্তর: ৯,৩৭০ জন।
# বর্তমানে বাংলাদেশ পুলিশের মোট মঞ্জুরিকৃত জনবল কতজন?
উত্তর: ২,১৪,১৭৬ জন।
# জাপানি বিজ্ঞাণীদের তৈরি কাঠের কৃত্রিম উপগ্রহটির নাম কী?
উত্তর: লিগনোস্যাট।
# মোজাম্মিক এর রাজধানীর নাম কী?
উত্তর: মাপুতো।
# ঢাকার বায়ু দূষণের প্রধান কারন কোন উপাদান?
উত্তর: অতিক্ষদ্র বস্তুকণা।
# এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার দৌড়ে রুপা জিতেছে -
উত্তর: জহির রায়হান।
# কোন দেশ উড়োজাহাজে আংশিকভাবে পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাধ্যতামূলক করেছে?
উত্তর: সিঙ্গাপুর।
# ২০৫০ সালের মধ্যে শুধু জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাংলাদেশ কত শতাংশ জিডিপি হারাবে?
উত্তর: ২ শতাংশ।
# ২০২৬ সালের জুনের পর দেশে দৈনিক কী পরিমাণ গ্যাসের চাহিদা হবে?
উত্তর: ৪৫০ কোটি ঘনফুট।
# বর্তমানে বাংলাদেশের দিনে কতটুকু গ্যাস আমদানির সক্ষমতা রয়েছে?
উত্তর: ১১০ কোটি ঘনফুট।
# আগামী ৪০ বছরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির ভবিষ্যৎ হবে কোন অঞ্চল?
উত্তর: পূর্ব এশিয়া।
# ২০২৩ সালে যুক্তরাষ্ট্র কী পরিমাণ পোশাক আমদানি করেছে?
উত্তর: ৭,৭৮৪ কোটি ডলার।
# বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে স্থলবন্দর কোনটি?
উত্তর: টেকনাফ স্থলবন্দর।
# 'আনাদোলু' কোন দেশ ভিত্তিক বার্তা সংস্থা?
উত্তর: তুর্কিয়ে।
# সম্প্রতি কোন দেশে প্রায় এক লক্ষ বছর আগের মানুষের পায়ের ছাপ পাওয়া গেছে?
উত্তর: মরক্কোয়।
# জাপানের তৃতীয় দফায় উক্ষেপণকৃত নতুন প্রজন্মের রকেটের নাম কী?
উত্তর: এইচ-৩।
# মিউনিক সম্মেলনে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি কত ডিগ্রিতে সীমাবদ্ধ রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ?
উত্তর: ১.৫ ডিগ্রি।
# সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব রফতানি ট্রফি দেওয়া হয় কোন প্রতিষ্ঠানকে?
উত্তর: রিফাত গার্মেন্টস।
# বাংলাদেশ থেকে বিদেশে কর্মী পাঠানো শুরু হয় কত সাল থেকে?
উত্তর: ১৯৭৬ সাল।
# বিশ্বের শীর্ষ ধনী দেশ লুক্সেমবার্গের মাথাপিছু আয় কত ডলার?
উত্তর: ১ লাখ ৪০ হাজার ৩১২ ডলার।
# অনূর্ধ্ব-১৯ নারী সাফ ফুটবলে সেরা খেলোয়ার পুরস্কার জয়ী কে?
উত্তর: সাগরিকা (বাংলাদেশ)।
# বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি কর্মী পাঠান হয় কোন দেশে?
উত্তর: সৌদি আরব।
# বিশ্বের শীর্ষ চাল রফতানিকারক দেশ কোনটি?
উত্তর: ভারত।
Daily আপডেট GK ২০ ফেব্রুয়ারি ২০২৪
0