কারেন্ট অ্যাফেয়ার্স সাম্প্রতিক প্রশ্নোত্তর আগস্ট ২০২১ PDF সহ
বাংলাদেশপ্রশ্ন : রবীন্দ্রনাথের রচনায় বাংলাদেশ শব্দটি কতবার এসেছে?
উত্তর: ৩৯৭ বার। (সূত্র : সংস্কৃতি প্রতিমন্ত্রী ২৯ জুন ২০২১)
প্রশ্ন : জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশে কবে আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠিত হবে?
উত্তর: ৪-৫ নভেম্বর ২০২১।
প্রশ্ন : ২৯ জুন ২০২১ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ কত হয়? উত্তর: : ৪৬.০৮২ বিলিয়ন মার্কিন ডলার।
প্রশ্ন : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা ই-গেট উদ্বোধন করা হয় কবে?
উত্তর: : ৩০ জুন ২০২১।
প্রশ্ন : সম্প্রতি বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সন্ধান পাওয়া নতুন প্রজাতির মাছের ইংরেজি নাম কী?
উত্তর : বাংলাদেশি গিটারফিশ।
প্রশ্ন : ২২ জুন ২০২১ সুইজারল্যান্ডের জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে সংসদ সদস্য নির্বাচিত হন কোন বাংলাদেশি?
উত্তর: : সুলতানা খান।
প্রশ্ন : ১ জুলাই ২০২১ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (UNDP) বাংলাদেশের কান্ট্রি ইকোনমিস্ট হিসেবে যােগ দেন কে?
উত্তর: অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদ।
প্রশ্ন : ২৩ জুন ২০২১ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (BSEC) কোন প্রতিষ্ঠানকে বেসরকারি পর্যায়ে প্রথম সুকুক বন্ড ছাড়ার অনুমােদন দেয়?
উত্তর: বেক্সিমকো লিমিটেডকে।
প্রশ্ন : বর্তমানে দেশে বনের পরিমাণ কত?
উত্তর: প্রায় ২৩ লাখ হেক্টর, যা দেশের মােট আয়তনের ১৫.৫৮%।
প্রশ্ন : করােনা মােকাবিলায় সরকার ঘােষিত মােট প্রণােদনা প্যাকেজ কতটি?
উত্তর: ২৮টি। [১৩ জুলাই ২০২১ ঘােষিত নতুন ৫টি সহ]
প্রশ্ন : করােনা প্রতিরােধী স্প্রে ‘ভলটিক'-এর উদ্ভাবক কে?
উত্তর: বাংলাদেশি বংশোদ্ভূত বিজ্ঞানী সাদিয়া খানম।
প্রশ্ন : অনলাইন শ্রমবাজার বা ফ্রিল্যান্সিং খাতে কর্মসংস্থানে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: দ্বিতীয়; প্রথম ভারত।
আন্তর্জাতিক
প্রশ্ন : বিদেশে রাশিয়ার সবচেয়ে বড় সামরিক ঘাটি কোন দেশে অবস্থিত?
উত্তর: তাজিকিস্তানে |
প্রশ্ন : আধুনিক ভাষাতত্ত্বের জনক কে?
উত্তর: নােয়াম চমস্কি (যুক্তরাষ্ট্র)।
প্রশ্ন : বর্তমানে যুক্তরাজ্যের নতুন স্বাস্থ্যমন্ত্রী কে?
উত্তর: সাবেক অর্থমন্ত্রী সাজিদ জাভিদ।
প্রশ্ন : ২৮ জুন ২০২১ ভারত কোন পারমাণবিক ক্ষেপণাত্রের সফল পরীক্ষা চালায়?
উত্তর: Agni-P বা Agni-Prime।
প্রশ্ন : ভারতের তৈরি প্রথম বিমানবাহী রণতরীর নাম কী?
উত্তর: INS Vikrant।
প্রশ্ন : চীন স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে প্রথম বৈদ্যুতিক ট্রেন চালু করে কবে?
উত্তর: ২৫ জুন ২০২১।
প্রশ্ন : জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্ৰ আমাকা (Atmaca) কোন দেশের তৈরি?
উত্তর: তুরস্কের।
প্রশ্ন : ২৯ জুন ২০২১ ইসরায়েল কোন আরব দেশে তাদের দূতাবাসের আনুষ্ঠানিক উদ্বোধন করে?
উত্তর: সংযুক্ত আরব আমিরাত।
প্রশ্ন : 'ঋণ-ফাঁদ কূটনীতি কী?
উত্তর: চীনা ঋণ নিয়ে তা পরিশােধ করতে গিয়ে অর্থনৈতিক চাপে পড়েছে। অনেক দেশ। কূটনীতিক পরিভাষায় চীনের এ নীতিকে বলা হচ্ছে ‘ঋণফাঁদ কূটনীতি (Debt-trap diplomacy)।
প্রশ্ন : চতুর্থ শিল্প বিপ্লবের প্রধান হাতিয়ার কোনটি?
উত্তর: তথ্যপ্রযুক্তি।
রিপাের্ট-সমীক্ষা
প্রশ্ন : ২০২১ সালে প্রকাশিত বৈশ্বিক সাইবার নিরাপত্তা সূচকে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : যুক্তরাষ্ট্র, সর্বনিম্ন দেশ উত্তর কোরিয়া।
প্রশ্ন : ২০২১ সালে প্রকাশিত বৈশ্বিক সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান?
উত্তরঃ ৫৩তম।
প্রশ্ন : ২০২১ সালের Mercer-এর প্রতিবেদন অনুযায়ী শীর্ষ ব্যয়বহুল শহর কোনটি?
উত্তর : আশখাবাদ, তুর্কমেনিস্তান; কম ব্যয়বহুল শহর বিশকেক, কিরগিজস্তান।
প্রশ্ন : ২০২১ সালের Mercer-এর প্রতিবেদন অনুযায়ী শীর্ষ ব্যয়বহুল শহরের তালিকায় ঢাকার অবস্থান কত?
উত্তর: ৪০তম।
ক্রীড়াঙ্গন
প্রশ্ন : ১৭তম ইউরাে কবে, কোন দেশে অনুষ্ঠিত হবে?
উত্তর: ১৪ জুন-১৪ জুলাই ২০২৪; জার্মানি।
প্রশ্ন : ৪৮তম কোপা আমেরিকা কবে, কোন দেশে অনুষ্ঠিত হবে?
উত্তর: ১০ জুন-১২ জুলাই ২০২৪; ইকুয়েডর।
প্রশ্ন : সপ্তম টি২০ বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: ১৭ অক্টোবর-১৪ নভেম্বর ২০২১; সংযুক্ত আরব আমিরাত
প্রশ্ন : ২১ জুন ২০২১ টেস্ট ক্রিকেটে ৪২তম বােলার হিসেবে ৪৬তম হ্যাটট্রিক করেন কে?
উত্তর: কেশব মহারাজ (দ. আফ্রিকা)।
Recent Abbreviation
AIP - Agricultural Important Person
DMT-N-dimethyltryptamine.
ICTY- International Criminal Tribunal for the former Yugoslavia.
LSD-Lysergic acid diethylamide.
IMEI— International Mobile Equipment Identity.
NEIR- National Equipment Identity Register.
UAP-Unidentified Aerial Phenomena.
UFO—Unidentified Flying Object.