ExamBD

PDF সার্চ করুন:

WhatsAppFollow us on WhatsApp

কারেন্ট অ্যাফেয়ার্স সংবাদ সংযোগ আগস্ট ২০২১ pdf সহ

কারেন্ট অ্যাফেয়ার্স সংবাদ সংযোগ আগস্ট ২০২১ pdf সহ


কারেন্ট অ্যাফেয়ার্স সংবাদ সংযোগ আগস্ট ২০২১ pdf সহ

আন্তর্জাতিক
২২.০৬.২০২১। মঙ্গলবার
আন্তর্জাতিক
—প্রযুক্তি জায়ান্টদের মধ্যে অ্যাপলের পর দ্বিতীয় কোম্পানি হিসেবে বিশ্বে শীর্ষ সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফটের বাজারমূল্য দুই ট্রিলিয়ন তথা দুই লাখ কোটি ডলারের মাইলফলক স্পর্শ করে।

বাংলাদেশ
২৩.০৬.২০২১। বুধবার
—দেশে প্রথমবারের মতাে চীনের উদ্ভাবিত করােনাভাইরাসের টিকা মানুষের শরীরে পরীক্ষার (হিউম্যান ট্রায়াল) জন্য অনুমােদন দেয় বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড রিসার্চ কাউন্সিল (BMRC)।
—বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (BSEC) বেক্সিমকো লিমিটেডকে সুকুক বন্ড ছাড়ার অনুমােদন দেয়।

বাংলাদেশ
২৪.০৬.২০২১। বৃহস্পতিবার
—দেশের ১৭তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
-- জাতীয় সংসদের ১৩তম অধিবেশনে পাশ হওয়া ৪টি বিলে স্বাক্ষর করেন। রাষ্ট্রপতি মাে. আব্দুল হামিদ।
—মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় বীর মুক্তিযােদ্ধাদের চতুর্থ সমন্বিত তালিকা প্রকাশ করে।

আন্তর্জাতিক
হংকংয়ের গণতন্ত্রপন্থী সংবাদপত্র Apple Daily-এর প্রকাশনা বন্ধ করে দেয়া হয়।

বাংলাদেশ
২৫.০৬.২০২১।শুক্রবার
—পানি ও দুর্যোগ বিষয়ে বিল্ডিং ব্যাক বেটার টুওয়ার্ডস এ মাের রেজিলেন্ট অ্যান্ড সাসটেইনেবল পােস্ট-কোভিড-১৯ ওয়ার্ল্ড শীর্ষক জাতিসংঘের পঞ্চম থিমেটিক সেশনে (ভার্চুয়াল) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্বে ধারণকৃত বক্তব্য প্রদান করেন।

আন্তর্জাতিক
কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানির বিষয়ে প্রথম আন্তর্জাতিক চুক্তি কার্যকর।
চীন তার স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে প্রথম বৈদ্যুতিক ট্রেন চালু করে।
-মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হােয়াইট হাউসে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনির সঙ্গে বৈঠক করেন।
যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডের ঘটনায় দেশটির সাবেক শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক চাওভিনকে সাড়ে ২২ বছরের কারাদণ্ড দেয়া হয়।

আন্তর্জাতিক
২৬.০৬.২০২১। শনিবার
-তুরস্কের ইস্তানবুলের বসফরাস প্রণালির ওপর চাপ কমাতে ইস্তানবুল খাল খনন প্রকল্পের উদ্বোধন করেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

বাংলাদেশ
২৭.০৬.২০২১। রবিবার
-যুক্তরাষ্ট্রের ঔষধ কোম্পানি মডার্নার তৈরি করােনা প্রতিরােধী টিকা দেশে জরুরি ব্যবহারের অনুমােদন দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর।
কয়লাভিত্তিক ১০টি বিদ্যুৎ প্রকল্প বাতিল করার সিদ্ধান্ত নেয় সরকার।
-ঢাকার মগবাজারের ওয়্যারলেস এলাকায় তিনতলা ভবনের নিচতলায় ভয়াবহ বিস্ফোরণে সাতজনের মৃত্যু।

আন্তর্জাতিক
-ভারতের জম্মু বিমানবন্দরের সামরিক বেগুনবাড়ী প্রকল্পকে ‘পাবলিক ট্রাস্ট বা জনগণের সম্পত্তি ঘােষণা করে স্থাপনায় জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটে।

বাংলাদেশ • ২৮.০৬.২০২১| সােমবার
-মন্ত্রিসভার বৈঠকে বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১' ও মহাসড়ক আইন, ২০২১'-এর চূড়ান্ত অনুমােদন।
-গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর বাংলা পাঠ গেজেট আকারে প্রকাশ।

আন্তর্জাতিক
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জলবিদ্যুৎকেন্দ্র চালু করে চীন।
-রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের সি চিন পিং তাদের ২০ বছরের পুরানাে বন্ধুত্ব চুক্তির মেয়াদ আরও ৫ বছর বাড়ানাের ঘােষণা দেন।
—নতুন করে আন্তঃমহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় রাশিয়া ।
-- ইথিওপিয়ার কেন্দ্রীয় সরকার সংঘাত কবলিত তাইগ্রে অঞ্চলে একতরফা যুদ্ধবিরতি ঘােষণা করে।

বাংলাদেশ
২৯.০৬.২০২১। মঙ্গলবার
-- জাতীয় সংসদে অর্থ বিল, ২০২১ পাশ।
বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৬.০৮২ বিলিয়ন মার্কিন ডলারের মাইলফলকে পৌছে।

আন্তর্জাতিক
সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলি দূতাবাসের আনুষ্ঠানিক উদ্বোধন।
দুর্নীতির তদন্তে হাজির না হওয়ায় দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে ১৫ মাসের কারাদণ্ড দেন দেশটির সর্বোচ্চ আদালত।
-স্বল্পোন্নত দেশগুলাের জন্য বাণিজ্য সংশ্লিষ্ট মেধাস্বত্ব (TRIPS) চুক্তি রহিতের সুবিধা আরও ১৩ বছর বাড়ানাে সংক্রান্ত প্রস্তাব জেনেভার TRIPS কাউন্সিলে সর্বসম্মতিক্রমে গৃহীত।

বাংলাদেশ
৩০.০৬.২০২১। বুধবার
-জাতীয় সংসদে নির্দিষ্টকরণ বিল২০২১ পাশের মধ্য দিয়ে ২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেট পাশ।

আন্তর্জাতিক

ম্যালেরিয়ামুক্ত দেশ হিসেবে চীনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।


বাংলাদেশ
০১.০৭.২০২১। বৃহস্পতিবার
–২০২১-২২ অর্থবছর শুরু ও জাতীয় বাজেট কার্যকর।
-প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০০ বছর পূর্তি।
—মােবাইল হ্যান্ডসেট নিবন্ধনে দেশে পরীক্ষামূলকভাবে NationalEquipment Identity Register (NEIR) কার্যক্রম চালু।

আন্তর্জাতিক
--যাত্রীবাহী বিমান চলাচলে সহযােগিতা চুক্তি স্বাক্ষর করে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল।
শতবর্ষে পদার্পণ করে চীনা কমিউনিস্ট পাটি (CCP)।
প্রথম দেশ হিসেবে ইস্তানবুল সনদ থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ায় তুরস্ক।

বাংলাদেশ
০২.০৭.২০২১। শুক্রবার
-রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য ভারত নদী পথে কয়লার প্রথম চালান পাঠায়

আন্তর্জাতিক
—দুই দশক পর আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি ছাড়ে মার্কিন সেনারা।

বাংলাদেশ
০৩.০৭.২০২১। শনিবার
একাদশ জাতীয় সংসদের ক্রয়ােদশ অধিবেশনের সমাপ্তি।

আন্তর্জাকি
—জাপানের আটামি শহরে ভূমিধসে তিনজন নিহত ও শতাধিক মানুষ নিখোঁজ।

আন্তর্জাতিক
০৪.০৭.২০২১। রবিবার
—যুক্তরাষ্ট্রের ২৪৫তম স্বাধীনতা দিবস পালিত।
—ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে সি-১৩০ হারকিউলিস মডেলের সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৪৫ জন নিহত।

আন্তর্জাতিক
০৫.০৭.২০২১। সােমবার
HIV ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।

আন্তর্জাতিক
০৬.০৭.২০২১।মঙ্গলবার
—৭৪তম কান চলচ্চিত্র উৎসব শুরু।

বাংলাদেশ
০৭.০৭.২০২১।বুধবার
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (BSEC) প্রাণ এগ্রোকে দেশের দ্বিতীয় গ্রিন বন্ড হিসেবে ১৫০ কোটি টাকা তােলার অনুমতি দেয়। ।

আন্তর্জাতিক
—ক্যারিবিয়ান দেশ হাইরি প্রেসিডেন্ট জোভেলে ময়িজকে তার ব্যক্তিগত বাসভবনে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।


বাংলাদেশ
০৮.০৭.২০২১। বৃহস্পতিবার
--প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল প্ল্যাটফরমে ক্লাইমেট ভালনারেবল ফোরামের (CVF) ‘প্রথম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলাের অর্থ সম্মেলন উদ্বোধন করেন।

আন্তর্জাতিক
—আদালত অবমাননার দায়ে দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার কারাজীবন শুরু।

আন্তর্জাতিক
০৯.০৭.২০২১। শুক্রবার
-- সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে কারাগারে পাঠানাের প্রতিবাদে দক্ষিণ আফ্রিকায় ব্যাপক বিক্ষোভ ও লুটপাট শুরু।

আন্তর্জাতিক
১০.০৭.২০২১।শনিবার
—বিশ্বখ্যাত মারাকানা স্টেডিয়ামে পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলকে ১-০ গােলে হারিয়ে কোপা আমেরিকা ২০২১'র শিরােপা লাভ করে আর্জেন্টিনা।

বাংলাদেশ
১৩.০৭.২০২১। মঙ্গলবার
—নিম্ন আয়ের মানুষের জন্য ৩,২০০ কোটি টাকার ৫টি নতুন প্রণােদনা প্যাকেজের ঘােষণা দেন প্রধানমন্ত্রী।
—দেশের ১২টি সিটি করপােরেশনে মডার্নার টিকা দেয়া শুরু।

আন্তর্জাতিক
—আদালতের নির্দেশে শের বাহাদুর দেউবাকে নেপালের নতুন প্রধানমন্ত্রী নিয়ােগ এবং পঞ্চমবারের মতাে প্রধানমন্ত্রী হিসেবে তার শপথ গ্রহণ।
—পদত্যাগের ঘােষণা দেন ইউনিসেফের প্রধান হেনরিয়েটা ফোরে।

আন্তর্জাতিক
১৪.০৭.২০২১।বুধবার
—প্রথম উপসাগরীয় দেশ হিসেবে ইসরায়েলে দূতাবাস উদ্বোধন করে সংযুক্ত আরব আমিরাত।


আন্তর্জাতিক
১১.০৭.২০২১। রবিবার
-- বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে নিজ প্রতিষ্ঠানের মহাকাশ যানে চড়ে মহাকাশ ভ্রমণে যান ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্র্যানসন।
-লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডকে টাইব্রেকারে ৩-২ গােলে হারিয়ে ইউরাে ২০২০'র শিরােপা লাভ করে ইতালি।

বাংলাদেশ
১২.০৭.২০২১। সােমবার
—দেশের জেলা ও উপজেলা পর্যায়ে চীনের সিনােফামের টিকা দেয়া শুরু।

আন্তর্জাকি
-- মিয়ানমারের রাখাইনে রােহিঙ্গাদের ওপর ভয়াবহ নৃশংসতার জবাবদিহি নিশ্চিত এবং বাংলাদেশেআশ্রয় পাওয়া রােহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের বিষয়ে প্রথমবারের মতাে একটি প্রস্তাব জাতিসংঘে সর্বসম্মতিক্রমে গৃহীত।
—বাম-শাসিত কিউবার সরকারবিরােধী বিক্ষোভে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
-- বিশ্বের অন্যতম বৃহৎ ভাসমান সৌরবিদ্যুৎ প্যানেল উদ্বোধন করে সিঙ্গাপুর।
-- জলবায়ু পরিবর্তন মােকাবিলায় আইনের সংশােধনী প্রকাশ করে ইউরােপীয় ইউনিয়ন(EU)।

আন্তর্জাতিক
১৭.০৭.২০২১। শনিবার
-- দীর্ঘ ৬৩ বছরের পথচলা শেষে বন্ধ হয়ে যায় ভয়েস অব আমেরিকার (VoA), বাংলা বিভাগের বেতার সম্প্রচার কার্যক্রম।

আন্তর্জাতিক
২০.০৭.২০২১। মঙ্গলবার
—১৪৪২ হিজরি সনের পবিত্র হজ পালিত।
-যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস মহাশূন্যের উদ্দেশে যাত্রা করেন।

বাংলাদেশ
২১.০৭.২০২১ বুধবার
—পবিত্র ঈদুল আযহা উদযাপিত।

আন্তর্জাতিক
২৩.০৭.২০২১। শুক্রবার
-- জাপানের টোকিওতে ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন।

[Download]

SUBSCRIBE TO OUR NEWSLETTER

Seorang Blogger pemula yang sedang belajar

0 Response to "কারেন্ট অ্যাফেয়ার্স সংবাদ সংযোগ আগস্ট ২০২১ pdf সহ "

Post a Comment

চাকরির প্রস্তুতি সহায়ক বই
চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

View All

সাম্প্রতিক প্রশ্নোত্তর

View All