কারেন্ট অ্যাফেয়ার্স সাম্প্রতিক প্রশ্নোত্তর - জুলাই ২০২১ pdf সহ
বাংলাদেশ
প্রশ্ন বর্তমানে দেশে সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ কতটি?
উত্তর : ৭টি।
প্রশ্ন : সম্প্রতি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (BFRI) বিজ্ঞানীরা চতুর্থ প্রজন্মের কোন রুই মাছ উদ্ভাবন করেন?
উত্তর সুবর্ণ রুই।
প্রশ্ন : 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাকাশ অবলােকন কেন্দ্র কোথায় নির্মিত হচ্ছে?
উত্তর : ভাঙ্গা, ফরিদপুর।
প্রশ্ন : ২৩ মে ২০২১ বাংলাদেশ ব্যাংক সােয়াপের আওতায় কোন দেশকে ঋণ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়?
উত্তর : শ্রীলংকাকে।
প্রশ্ন : ৬ জুন ২০২১ কতজন ব্যক্তির বীরত্বসূচক খেতাব বাতিল করা হয়?
উত্তর : ৪ জন।
প্রশ্ন : বর্তমানে মুক্তিযােদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা কত?
উত্তর : ৪১৬ জন।
প্রশ্ন : বর্তমানে বীর মুক্তিযােদ্ধাদের মাসিক সম্মানী কত টাকা?
উত্তর : ২০,০০০ টাকা; ১ জুলাই ২০২১ থেকে এ সম্মানী কার্যকর হয়।
প্রশ্ন : ডাক ভবনের স্থাপত্য নকশা করেন ক?
উত্তর : স্থপতি কৌশিক বিশ্বাস।
প্রশ্ন : ২০২১-২২ অর্থবছরের জিডিপি'র প্রবৃদ্ধি (প্রক্ষেপণ) কত?
উত্তর : ৭.২%।
প্রশ্ন : ২০২১-২২ অর্থবছরের মূল্যস্ফীতি (বার্ষিক গড়) (প্রক্ষেপণ) কত?
উত্তর : ৫.৩%।
প্রশ্ন : ২৭ মে ২০২১ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কত জন শ্হিদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ করে?
উত্তর : ১৮৯ জন।
প্রশ্ন : 'কারাগারের রােজনামচা'র ফরাসি ভাষার অনুবাদক কে?
উত্তর : অধ্যাপক ফিলিপে বেনােয়া।
প্রশ্ন : বর্তমানে দেশে প্রকাশিত পত্রিকার সংখ্যা কতটি?
উত্তর : ৩,২২২টি।
প্রশ্ন : বেসরকারি খাতে অনুমােদন পাওয়া টেলিভিশন চ্যানেলের সংখ্যা কতটি?
উত্তর : ৪৫টি।
প্রশ্ন : বেসরকারি খাতে অনুমােদন পাওয়া এফএম রেডিওর সংখ্যা কতটি?
উত্তর : ২৭টি।
প্রশ্ন : বর্তমানে অনুমােদন পাওয়া কমিউনিটি রেডিওর সংখ্যা কতটি?
উত্তর : ৩১টি।
প্রশ্ন : সুন্দরবনে কত প্রজাতির উদ্ভিদ পাওয়া যায়?
উত্তর : ৩৩৪ প্রজাতি। এছাড়া ১৬৫ প্রজাতির শৈবাল, ১৩ প্রজাতির অর্কিড এবং ৩৭৫ প্রজাতির বন্য প্রাণী পাওয়া যায়।
আন্তর্জাতিক
প্রশ্ন : ১৬ জুন ২০২১ রাশিয়ার প্রেসিডেন্ট ভাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কোথায় বৈঠক করেন?
উত্তর : সুইজারল্যান্ডের জেনেভায়। প্রশ্ন : ২৪, মে ২০২১ এশিয়ার প্রথম দৃষ্টিহীন ব্যক্তি হিসেবে কে মাউন্ট এভারেস্ট জয় করেন?
উত্তর : চীনের নাগরিক ঝাং হং।
প্রশ্ন চীন সরকার তিন সন্তান নীতি কবে ঘােষণ করে?
উত্তর: ৩১ মে ২০২১।
প্রশ্ন : ২০২১ সালে প্রথমবারের মতাে মানবদেহে HION3 বার্ড ফু শনাক্ত হয় কোথায়?
উত্তর: চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংশু প্রদেশে। প্রশ্ন : মহাকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় প্রথম প্রজন্মের অন্ত্র এস-৫০০ মিসাইল কোন দেশের?
উত্তর : রাশিয়া।
প্রশ্ন : ৭ জুন ২০২১ কোন দেশ উন্নুক্ত আকাশ চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়?
উত্তর: রাশিয়া।
প্রশ্ন : ২৮ মে ২০২১ তুরস্কের ইন্তানবুলের তাকসিম স্কয়ারে উদ্বোধন করা মসজিদের নাম কী?
উত্তর : তাকসিম মসজিদ।
প্রশ্ন : ফ্রান্সের বিখ্যাত ল্যুভর জাদুঘরের প্রথম নারী পরিচালক কে?
উত্তর : লরেন্স দে কার্স। ১ সেপ্টেম্বর ২০২১ তিনি এ পদে দায়িত্বগ্রহণ করবেন।
প্রশ্ন : ১৭ জুন ২০২১ কানাডার সুপ্রিম কোর্টে প্রথম মুসলিম বিচারপতি হিসেবে নিয়ােগ পান কে?
উত্তর : মাহমুদ জামাল। প্রশ্ন : ecocide কী?
উত্তর : ইচ্ছাকৃত বা অবহেলার কারণে পরিবেশ, প্রতিবেশ ধ্বংস করাই হলাে ecocide ।
প্রশ্ন : ইরানের নতুন প্রেসিডেন্ট কে? উত্তর : ইব্রাহিম রাইসি।
প্রশ্ন : ১৩তম আসেম শীর্ষ সম্মেলন কবে, কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর : ২৫-২৬ নভেম্বর ২০২১; নমপেন, কম্বেডিয়া।
প্রশ্ন : ৩১তম NATO শীর্ষ সম্মেলন কবে, কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর : ১৪ জুন ২০২১; ব্রাসেলস, বেলজিয়াম। প্রশ্ন : C-7 শীর্ষ সম্মেলন কবে, অনুষ্ঠিত হয়?
উত্তর : ১১-১৩ জুন ২০২১: কর্নওয়াল, যুক্তরাজ্য।
কোথায় করােনার টিকা
প্রশ্ন : বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর এ পর্যন্ত কয়টি করােনা টিকার জরুরি ব্যবহারের জন্য অনুমােদন দেয়?
উত্তর : ৬টি।
প্রশ্ন : ১৫ জুন ২০২১ ঔষধ প্রশাসন অধিদপ্তর কোন টিকার জরুরি ব্যবহারের অনুমােদন দেয়?
উত্তর : জনসনের এক ডােজের টিকা।
প্রশ্ন : ১৪ জুন ২০২১ ইরান করােনা মহামারি মােকাবিলায় নিজেদের তৈরি কোন টিকার জরুরি ব্যবহারের অনুমােদন দেয়?
উত্তর: COVIran Barakat I
ক্রীড়াঙ্গন
প্রশ্ন : ২০২১ সালে বাংলাদেশে প্রথমবারের মতাে কোন খেলাটির প্রচলন হয়?
উত্তর: ডজবল (Dodgeball)
প্রশ্ন : ২০২১ সালের ফরাসি ওপেনে পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন হন কে?
উত্তর : পুরুষ: নােভাক জোকোভিচ (সার্বিয়া) এবং নারী : বারবরা ক্রেইসিকোভা (চেক প্রজাতন্ত্র)।
প্রশ্ন : ২০২৭ সাল থেকে ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটে কতটি দল অংশগ্রহণ করবে?
উত্তর: ১৪টি।
প্রশ্ন : ২০২৪ সাল থেকে টি২০ বিশ্বকাপ ক্রিকেটে কতটি দল অংশগ্রহণ করবে?
উত্তর : ২০টি।
[Download]