PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

সাম্প্রতিক বাংলাদেশ -ফেব্রুয়ারী, ২০১৯

সাম্প্রতিক বাংলাদেশ


১। বর্তমানে দেশে নদীবন্দর কতটি? 

উত্তরঃ ৩৩টি। 

২। বর্তমানে দেশে মন্ত্রিসভায় মোট সদস্য কতজন? 

উত্তরঃ ৪৭ জন। 

৩। বর্তমানে দেশে মন্ত্রিসভায় নারী সদস্য কতজন? 

উত্তরঃ ৪ জন। 

৪। বাংলাদেশের প্রথম নারী শিক্ষামন্ত্রী কে? 

উত্তরঃ ডা. দীপু মনি। 

 ৫। বর্তমান মন্ত্রিসভায় অর্থমন্ত্রী কে? 

উত্তরঃ আ হ ম মুস্তফা কামাল। 

৬। বর্তমান মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী কে? 

উত্তরঃ এ. কে আব্দুল মোমেন। 

৭। ২০১৮ সাল শেষে প্রাথমিক হিসাব অনুযায়ী দেশে দারিদ্র্যের হার- 

উত্তরঃ ২১.৮%। 

৮। ২০১৮ সাল শেষে প্রাথমিক হিসাব অনুযায়ী দেশে অতিদারিদ্র্যের হার-

উত্তরঃ ১১.৩%।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Thanks For Visiting ❤️
Ok, Go it!