জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। বিভিন্ন গ্রেডে দুটি পদে সর্বমোট ৫৮৩ জনকে নিয়োগ দেওয়া হবে। সব স্থায়ী বাংলাদেশি নাগরিকরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন।
পদের নাম
ফায়ারম্যান (পুরুষ), ডুবুরি (পুরুষ)।
পদসংখ্যা
ফায়ারম্যান (পুরুষ) পদে মোট ৫৭২ জন এবং ডুবুরি(পুরুষ) পদে ১১ জনকে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
যেকোনো প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক পাস অথবা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ ও সনদপত্রধারী প্রার্থীরাও আবেদন করতে পারবেন। ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি ও বুক ৩২ ইঞ্চি থাকতে হবে। সকল পদে আবেদনের জন্য ১ মার্চ, ২০১৯ পর্যন্ত প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ হতে অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।
বেতন স্কেল
জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী
ফায়ারম্যান (পুরুষ), ডুবুরি (পুরুষ) পদের বেতন ৮৮০০-২১৩১০ টাকা।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে (http://fscd.teletalk.com.bd) এই ঠিকানায়। এ ছাড়া আবেদনের বিস্তারিত বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে।
আবেদনের সময়সীমা
অনলাইনের মাধ্যমে আবেদন ও টাকা জমা দেওয়া শেষ সময়, ২৭ মার্চ, ২০১৯।
সূত্র : ইত্তেফাক, ১৩ মার্চ, ২০১৯।