ExamBD

PDF সার্চ করুন:

WhatsAppFollow us on WhatsApp

সাধারণ জ্ঞান- ঢাবি ঘ ইউনিট ২০১৮-১৯ (দ্বিতীয়বার) বাংলাদেশ বিষয়াবলি

ঢাবি ঘ ইউনিট ২০১৮-১৯ (দ্বিতীয়বার)

::বাংলাদেশ বিষয়াবলি::

০১. রাশিয়া ব্যতীত কোন দেশ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সহায়তা করেছে?

উত্তর: ভারত

০২. টেস্ট ক্রিকেটের ইতিহাসে উইকেটরক্ষক হিসেবে কে প্রথমবার ডাবল সেঞ্চুরি করে?

উত্তর: মুশফিকুর রহিম

০৩. নির্মাণাধীন পদ্মা সেতুর মূল দৈর্ঘ্য কত?

উত্তর: ৬.১৫ কি. মি

০৪.বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অ্যাক্ট কত সালে পাশ করে?

উত্তর: ১৯৭৩ সালে

০৫. ঢাকা সেনানিবাসে আগড়তলা ষড়যন্ত্র মামলার স্মৃতি বিজড়িত জাদুঘর কোনটি?

উত্তর: বিজয় কেতন

০৬. পাট দিয়ে তৈরি সোনালি ব্যাগের প্রধান আবিষ্কারক-

উত্তর: ড. মুবারক আহমেদ খান

০৭. মাধবকুণ্ড প্রাকৃতিক জলপ্রপাত কোন জেলায় অবস্থিত?

উত্তর: মৌলভীবাজার

০৮. বাংলার প্রাচীনতম নগরকেন্দ্র কোথায় অবস্থিত?

উত্তর: মহাস্থানগড়

০৯. বাংলাদেশের সংবিধান কত তারিখে কার্যকর হয়?

উত্তর: ১৬ ডিসেম্বর, ১৯৭২

১০. ১৯৭১ সালে মুুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে দ্য কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়?

উত্তর: ম্যাডিসন স্কয়ার গার্ডেনে

১১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বক্তা কে ছিলেন?

উত্তর: অধ্যাপক আনিসুজ্জামান

১২. বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদী কতটি?

উত্তর: ৫৪টি

১৩. বাংলার প্রাচীনতম বন্দরের নাম-

উত্তর: তাম্রলিপ্তি

১৪. বাংলাদেশের কোন জনগোষ্ঠী সমতলে বাস করে?

উত্তর: সাওতাল

১৫. ‘শিখা চিরন্তন’ কোথায় অবস্থিত?

উত্তর: সোহরাওয়ার্দী উদ্যান

১৬. বাংলাদেশের সংবিধানের কত তম সংশোধনীতে সংষদীয় সরকার ব্যবস্থা পুন:প্রবর্তন করা হয়?

উত্তর: দ্বাদশ

১৭. মধ্যযুগে উলুগ খান কর্তৃক নির্মিত বিখ্যাত স্থাপত্যকর্মটির  নাম কী?

উত্তর: ষাট গম্বুজ মসজিদ

১৮. কোন দেশের প্রতিষ্ঠান বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট তৈরি করেছে?েউত্তর: ফ্রান্স

১৯. বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষণ কোন তারিখে ইউনেস্কোর ‘মেমোরি অব দ্যা ওয়ার্ল ইন্টারন্যাশনাল’  রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে?

উত্তর: ৩০ অক্টোবর ২০১৭

২০. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অবদানের জন্য কোন দুজন নারীকে ‘বীর প্রতীকে’ ভূষিত করা হয়?

উত্তর: সিতারা বেগম ও তারামন বিবি

২১. ‘দ্যা আল্টিমেট ফেইট অব দ্য ইউনিভার্স’ বইটির রচয়িতা কে?

উত্তর: জামাল নজরুল ইসলাম

২২. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন?

উত্তর: স্যার এ এফ রহমান

২৩. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বিখ্যাত গেরিলা দল ‘ক্র্যাক প্লাটুন’ কোন সেক্টরের অধীর ছিল?

উত্তর: সেক্টর ২

২৪. কোন বাঙালি ৭ম শতাব্দীতে নালন্দা বিশ্ববিদ্যালয়ের  সর্বাদক্ষের পদ অলংকৃত করেন?

উত্তর: শীলভদ্র

২৫. আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ‘মাটির ময়না’ চলচ্চিত্রের নির্মাতা কে?

উত্তর: তারেক মাসুদ

SUBSCRIBE TO OUR NEWSLETTER

Seorang Blogger pemula yang sedang belajar

0 Response to "সাধারণ জ্ঞান- ঢাবি ঘ ইউনিট ২০১৮-১৯ (দ্বিতীয়বার) বাংলাদেশ বিষয়াবলি "

Post a Comment

চাকরির প্রস্তুতি সহায়ক বই
চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

View All

সাম্প্রতিক প্রশ্নোত্তর

View All