৪০তম বিসিএস প্রিলি প্রস্তুতি
বাংলাদেশ বিষয়াবলী
১।জাতিসংঘে বাংলাদেশের সদস্য লাভের বিরুদ্ধে ভেটো দিয়েছিল
-- চীন
২।বাংলাদেশের প্রত্নতত্ত্ব জাদুঘর
-- ময়নামতি।
৩।ECNEC এর বিকল্প চেয়ারম্যান কে?
-- অর্থমন্ত্রী।
৪।সম্প্রতি কে বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছেন?
--- লুসি হল্ট
৫।অপারেশন জ্যাকপট এর নির্মাতা কে?
=গিয়াসুদ্দিন সেলিম।
৬।বাংলাদেশের Smart Card তৈরি হয় কোন দেশে ?
=ফ্রান্স।
৭।কাঁকন বিবি কোন সম্প্রদায়ের?
= খাসিয়া
৮। তামাবিল স্থলবন্দর কোথায়?
=সিলেটে
৯।বাংলাদেশে প্রাণীজ আমিষের মাছ থেকে পাওয়া যায় -
=৬০ ভাগ।
১০।বারো ভুঁইয়াদের নেতা কে ছিলেন?
=ঈসা খা।
১১।বাংলাদেশ-ভারত মৈত্রী চুক্তির মেয়াদ শেষ হয়
-- ১৯ মার্চ, ১৯৯৭
১২বিবিসির জরিপে সর্বকালের সেরা একশো চলচ্চিত্রে স্থান পেয়েছে পথের প্যাঁচালী। স্থান ১৫ তম
১৩।রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় - ১ অক্টোবর ১৯৪৭
আহব্বায়ক ছিলেন - এএসএম নুরুল হক ভূইয়া
১৪।বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত?
উঃ ১২ নটিক্যাল মাইল।
১৫।বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?
উঃ ২০০ নটিক্যাল মাইল।
১৬।বরেন্দ্র অন্চলের আয়তন কত ?
রাজশাহী অঞ্চলে প্রায় ৯৩২০ বর্গ কিঃ মিঃ।