➡বিশ্বের সবচেয়ে বয়স্ক ইউটিউবারের মৃত্যু
১০৭ বছর বয়সেও তিনি পৌত্র ও আত্মীয়দের সহায়তায় ইউটিউবে কনটেন্ট আপলোড করতেন। কারে মাস্তানাম্মা নামের সেই ভারতীয় ইউটিউবার এবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স্ক সেই বৃদ্ধার বাড়ি ভারতের অন্ধ্রপ্রদেশে।
➡পৃথিবীর ইতিহাসে প্রথম, ৩২ কিলোমিটার দূর থেকে রোবটের মাধ্যমে হার্ট অপারেশন।
মেডিক্যাল সায়েন্সে নতুন নজির তৈরি করলেন ভারতের গুজরাটের হৃদরোগ বিশেষজ্ঞ তেজাস পটেল। রোগীর থেকে ৩০ কিলোমিটার দূরে বসে কম্পিউটারের মাধ্যমে রোবট চালিয়ে করলেন সফল হার্ট অপারেশন।