PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

সাম্প্রতিক প্রশ্নোত্তর - ডিসেম্বর ২০১৮, বিষয়- বাংলাদেশ | ExamBD

বাংলাদেশ

প্রশ্ন : স্মৃতিস্তম্ভ 'বীর গৌরব’ কোথায় অবস্থিত?

উ :রাজশাহী সেনানিবাস।

প্রশ্ন : পিত্তথলির ক্যান্সারে বিশ্বে বাংলাদেশের

অবস্থান কততম?

উ: ষষ্ঠ ।

প্রশ্ন : দেশের ৫০তম বেসরকারি তফসিলি ব্যাংক কোনটি?

উ :কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

প্রশ্ন : দেশিয় মালিকানায় ৪১তম বেসরকারি

তফসিলি ব্যাংক কোনটি?

উ: কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

প্রশ্ন :বায়ুবিদ্যুৎ ও কয়লাবিদ্যুৎ উৎপাদনে

শীর্ষ দেশ কোনটি?

উ :চীন।

প্রশ্ন :শিক্ষা ক্যাডারের সর্বোচ্চ পদ কোনটি?

উ : মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের

(মাউশি) মহাপরিচালক।

প্রশ্ন : ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া বিশ্বজুড়ে

কী নামে পরিচিত?

উ : কুষ্টিয়া গ্রেড।

প্রশ্ন : ধইঞ্চার বৈজ্ঞানিক নাম কী?

উ : Sesbania bispinosa, এর বন্য প্রজাতিটির বৈজ্ঞানিক নাম Sesbania aculeata.

প্রশ্ন : দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?

উ : টেকনাফ, কক্সবাজার।

প্রশ্ন :ব্ল্যাক বেঙ্গল ছাগলের জীবনরহস্য

উন্মোচন করা হয় কার নেতৃত্বে?

উ : অধ্যাপক ড. এম.এ.এম, ইয়াহিয়া খন্দকার।

প্রশ্ন : মুজিবনগর সরকারের কর্মচারীদের মধ্যে কতজন মুক্তিযোদ্ধার স্বীকৃতি লাভ করেন?

উ:৫৪৯ জন।

প্রশ্ন :মুক্তিযুদ্ধে স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা কতজন?

উ :২৩৯ জন।

প্রশ্ন : ২ নভেম্বর ২০১৮ রাজশাহী-গোপালগঞ্জ

রেলরুটে আনুষ্ঠানিকভাবে কোন ট্রেনটি চালু হয়?

উ:টুঙ্গিপাড়া এক্সপ্রেস।

প্রশ্ন : ‘বানৌজা শেখ মুজিব নৌঘাটি

কোথায় অবস্থিত? 

উ: খিলক্ষেত, ঢাকা।

প্রশ্ন : দেশের একমাত্র নারী পুলিশ প্রশিক্ষণ

কেন্দ্র কোথায় অবস্থিত?

উ:রংপুর।

প্রশ্ন : দেশের প্রথম পোষা প্রাণীর হাসপাতাল

কোথায় অবস্থিত?

উ: পূর্বাচল, ঢাকা।

প্রশ্ন :২০১৮-২১ সালের রপ্তানি নীতিতে সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত খাত কতটি

উ : ১৫টি।

প্রশ্ন : ২০১৮-২১ সালের রপ্তানিনীতিতে

বিশেষ উন্নয়নমূলক খাত কতটি?

উ : ১৯টি ।

প্রশ্ন : বাংলাদেশ রেলওয়ের দীর্ঘতম রেলরুট কোনটি?

উ: ঢাকা-পঞ্চগড়; ৬৩৯ কিলোমিটার।

প্রশ্ন : 'বাংলাদেশ সুগারক্রপ রিসার্চ ইনস্টিটিউট আইন অনুযায়ী চিনিশস্য হিসেবে পরিচিত হবে __

উ : আঁখ, সুগার বীট, খেজুর, স্টেভিয়া,

পাম ও অন্যান্য মিষ্টিশস্য।

প্রশ্ন : আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য কতটি দেশের সাথে বাংলাদেশের চুক্তি রয়েছে?

উ :৫২টি।

প্রশ্ন : ‘বাউল সম্রাট শাহ আব্দুল করিম

স্মৃতি জাদুঘর' কোথায় অবস্থিত?

উ: সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল

গ্রামে; উদ্বোধন ২৪ নভেম্বর ২০১৮৷

প্রশ্ন : দশম জাতীয় সংসদে মোট কতটি অধিবেশন অনুষ্ঠিত হয়?

উ : ২৩টি।

প্রশ্ন : দশম জাতীয় সংসদে মোট কতটি আইন পাস হয়?

উত্তর : ১৯৩টি।

সূত্র: কারেন্ট অ্যাফেয়ার্স, ডিসেম্বর ২০১৮

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.