ExamBD

PDF সার্চ করুন:

WhatsAppFollow us on WhatsApp

জেনে রাখি: সাধারণ জ্ঞান পর্ব ৩১ | General Knowledge

প্রশ্ন : বিশ্বের দীর্ঘতম সীমান্ত কোন দুটি দেশের?


উত্তর : যুক্তরাষ্ট্র ও কানাডা (৬, ৪১৬ কি.মি., আলাস্কার ২৫৪৭ কি.মি. ছাড়াই)।


প্রশ্ন : দ্বিতীয় দীর্ঘতম সীমান্ত কোন দুটি দেশের?


উত্তর : আর্জেন্টিনা ও চিলি (৫২৫৫ কি.মি.)।


প্রশ্ন : সর্বাধিক লোক অতিক্রমকারী সীমান্ত কোনটি?


উত্তর : যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্ত (বছরে প্রায় ৫০ কোটি লোক অতিক্রম করে)।


প্রশ্ন : সর্বাধিক সীমান্তবেষ্টিত দেশ কোনটি?


উত্তর : চীন (১৫ দেশের সঙ্গে সীমান্ত)।


প্রশ্ন : পৃথিবীর সংক্ষিপ্ত সীমান্ত কোনটি?


উত্তর : জিব্রাল্টার ও স্পেন (১.৫৩ কি.মি.)।


প্রশ্ন : দ্বিতীয় ক্ষুদ্র সীমান্ত কোনটি?


উত্তর : ভ্যাটিকান সিটি ও রোম (৪.০৭ কি.মি.)।


প্রশ্ন : আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি?


উত্তর : রাশিয়া (পৃথিবীর মোট আয়তনের ১১.৫%)।


প্রশ্ন : সবচেয়ে সরু দেশ কোনটি?


উত্তর : চিলি (দৈর্ঘ্য ৬,১৫৫ কি.মি.)।


প্রশ্ন : পৃথিবীর সর্ব দক্ষিণের শহর কোনটি?


উত্তর : পুন্টা আরেনাস, চিলি।


প্রশ্ন: ‘নন্দিনী’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন লেখার প্রধান চরিত্র?


উত্তর: রক্তকরবী।


প্রশ্ন: বিজ্ঞান বিষয়ের প্রবন্ধ এবং শিশু সাহিত্যের সঙ্গে যে নামটি জড়িত?


উত্তর: আবদুল্লাহ আল মুতি শরফুদ্দিন।


প্রশ্ন: ‘নামাজ’ শব্দটি যে ভাষা থেকে আগত?


উত্তর: ফারসি।


প্রশ্ন: রিকশা শব্দটি যে ভাষা থেকে আগত?


উত্তর: জাপানি।




প্রশ্ন : সর্বাধিক দ্বীপ নিয়ে গঠিত দেশ কোনটি?


উত্তর : ইন্দোনেশিয়া (১৩,৫০০টি)।


প্রশ্ন : ইন্দোনেশিয়ার কতটি দ্বীপে মানব বসতি আছে?


উত্তর : প্রায় ৬,০০০টি।


প্রশ্ন : সবচেয়ে বেশি নিরপেক্ষ দেশ কোনটি?


উত্তর : সুইজারল্যান্ড।


প্রশ্ন : কোন দেশ আন্তর্জাতিক ভাবে কোনো যুদ্ধে অংশগ্রহণ করেনি?


উত্তর : সুইজারল্যান্ড।


প্রশ্ন : সুইজারল্যান্ড কবে জাতিসংঘের সদস্যপদ গ্রহণ করে?


উত্তর : ১০ সেপ্টেম্বর, ২০০২ সালে।


প্রশ্ন : বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ কোনটি?


উত্তর : চীন (পৃথিবীর মোট জনসংখ্যার ২৩%)।


প্রশ্ন : বিশ্বের ক্ষুদ্রতম প্রজাতন্ত্র কোনটি


উত্তর : নাউরু (আয়তন ২১ বর্গ কি.মি.)।


প্রশ্ন : বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি?


উত্তর : ভ্যাটিকান সিটি (১০৮.৭ একর)।


SUBSCRIBE TO OUR NEWSLETTER

Seorang Blogger pemula yang sedang belajar

0 Response to "জেনে রাখি: সাধারণ জ্ঞান পর্ব ৩১ | General Knowledge "

Post a Comment

চাকরির প্রস্তুতি সহায়ক বই
চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

View All

সাম্প্রতিক প্রশ্নোত্তর

View All