বাংলাদেশে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্পে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। অনলাইন মাধ্যমসহ বিভিন্ন পত্রপত্রিকায় এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। চারটি পদে মোট ২৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।
পদের নাম
সহকারী পরিচালক, প্রোগ্রাম সুপারভাইজার, হিসাবরক্ষকসহ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে।
পদসংখ্যা
চারটি পদে সর্বমোট ২৪ জনকে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতক অথবা যেকোনো বিষয়ে স্নাতক পাসসহ উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য অভিজ্ঞতার প্রয়োজন আছে। প্রার্থীকে স্নাতকে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উত্তীর্ণ হতে হবে। আবেদনের জন্য প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।
বেতন
বিভিন্ন পদের জন্য বিভিন্ন গ্রেডে (গ্রেড ৯, ১১, ১৩ ও ১৬তম) বেতন-ভাতা ও অন্য সব সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ স্বহস্তে লিখিত জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্রের অনুলিপিসহ অন্য সব কাগজপত্র ডাকযোগে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠাতে হবে।
ঠিকানা : কক্ষ নম্বর-১১০১, ভবন নম্বর-৬, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবলায়, এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।
আবেদনের শেষ তারিখ
আবেদন করা যাবে অফিস চালকালীন ২০ ডিসেম্বর, ২০১৮ তারিখ পর্যন্ত।
সূত্র : দৈনিক বাংলাদেশ প্রতিদিন, ১ ডিসেম্বর, ২০১৮।