#জেনে_রাখি
প্রশ্ন : কোন দেশের রাজধানীকে বিভক্ত রাজধানী বলে?
উত্তর : নেদারল্যান্ডস।
প্রশ্ন : কোন দেশের তিনটি রাজধানী?
উত্তর : দক্ষিণ আফ্রিকার।
প্রশ্ন : দক্ষিণ আফ্রিকার রাজধানী তিনটি কী কী?
উত্তর : প্রিটোরিয়া, কেপটাউন ও বøুমফনটেন।
প্রশ্ন : সৌরজগৎ সবর্প্রথম কে আবিষ্কার করেন?
উত্তর : কোপারনিকাস, ১৫৪০ সালে।
প্রশ্ন : সবর্প্রথম এভারেস্ট কে জয় করেন?
উত্তর : হিলারি তেনজিং, ১৯৫৩ সালে।
প্রশ্ন : সবর্প্রথম কোন মহিলা এভারেস্ট জয় করেন?
উত্তর : জনাকো তাবেই, ১৯৭৫ সালে।
প্রশ্ন : এশিয়া মহাদেশের প্রায় মধ্য দিয়ে অতিক্রম করেছে কোন রেখা?
উত্তর : ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা।
প্রশ্ন : এশিয়া মহাদেশ কোথায় অবস্থিত?
উত্তর : উত্তর গোলার্ধে
প্রশ্ন : এশিয়ার আয়তন কত?
উত্তর : ৩, ১০, ২৭, ২৩০ বর্গ কি.মি.।
প্রশ্ন : এশিয়া পৃথিবীর মোট আয়তনের কত অংশ?
উত্তর : ২১.৪ %।
প্রশ্ন : এশিয়া পৃথিবীর মোট আয়তনের কত?
উত্তর : প্রায় এক-তৃতীয়াংশ।
প্রশ্ন : এশিয়ার বৃহত্তম দীপ কোনটি?
উত্তর : বোর্নিও (৭,৪৬,৫৪৬ বর্গ কি.মি.)।
প্রশ্ন : আয়তনের দিক দিয়ে এশিয়ার বৃহত্তম দেশ কোনটি?
উত্তর : গণ চীন (৯৩,২৬,৪১০ বর্গ কি.মি.)।
প্রশ্ন : আয়তনের দিক দিয়ে এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি?
উত্তর : মালদ্বীপ (৩০০ বর্গ কি.মি.)।