ExamBD

PDF সার্চ করুন:

WhatsAppFollow us on WhatsApp

জেনে রাখি- পর্ব ৭


প্রশ্ন : ‘অ্যাবোটাবাদ’ শহর কোন দেশে অবস্থিত?
উত্তর : পাকিস্তানে।

প্রশ্ন : বিশ্বের সবাির্ধক রপ্তানিকারক দেশ কোনটি?
উত্তর : চীন।

প্রশ্ন : ‘বাংলাপিডিয়া’ প্রকাশ করে কোন সংস্থা?
উত্তর : এশিয়াটিক সোসাইটি।

প্রশ্ন : বিশ্বের ১৯৫তম স্বাধীন দেশ কোনটি?
উত্তর : দক্ষিণ সুদান।

প্রশ্ন : এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কাযার্লয় কোথায়?
উত্তর : ম্যানিলা।

প্রশ্ন : বৌদ্ধ সভ্যতার জন্য বিখ্যাত তক্ষশীলা কোথায় অবস্থিত?
উত্তর : পাকিস্তানে।

প্রশ্ন : জাতিসংঘ দিবস কবে পালিত হয়?
উত্তর : ২৪ অক্টোবর।

প্রশ্ন : জাতিসংঘের বতর্মান মহাসচিব বান কি মুন কোন দেশের নাগরিক?
উত্তর : দক্ষিণ কোরিয়া।

প্রশ্ন: ‘দি লাস্ট সাপার’ কী?
উত্তর : একটি চিত্রকর্ম

প্রশ্ন : পাবর্ত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উত্তর : ১৯৯৭ সালে।

প্রশ্ন : বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি?
উত্তর : এপ্রিল।

প্রশ্ন : বিখ্যাত ষাট গম্বুজ মসজিদ কোন জেলায় অবস্থিত?
উত্তর : বাগেরহাট।

প্রশ্ন : বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা কতটি?
উত্তর : ৫০টি

প্রশ্ন : গ্রিনহাউস এফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতি কি হতে পারে?
উত্তর : নিম্নভূমি নিমজ্জিত হবে।

প্রশ্ন : বাংলাদেশের কোন শহরকে দক্ষিণ-পূর্ব এশিয়ার ‘হেলদি সিটি’ ঘোষণা করেছে?
উত্তর : চট্টগ্রাম।

প্রশ্ন : বাংলাদেশের সংবিধান সবর্প্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত করেছে?
উত্তর : ১২ অক্টোবর, ১৯৭২।

প্রশ্ন : ফিলিস্তিন রাষ্ট্রকে সবর্প্রথম স্বীকৃতি প্রদান করে কোন দেশ?
  উত্তর : আলজেরিয়া।

প্রশ্ন : বাংলাদেশ ব্যাংকের নতুন বিভাগের নাম কী?
উত্তর : গ্রিন ব্যাংকিং অ্যান্ড সিএসআর।

প্রশ্ন : বতর্মান কুমিল্লা এক সময়ে ভারতের কোন জেলার অংশ ছিল?
উত্তর : ত্রিপুরা।

প্রশ্ন : বাংলাদেশের সবচেয়ে বড় সার কারখানা কোনটি?

  উত্তর : যমুনা সার কারখানা।
প্রশ্ন : ভারতবষের্ মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
   উত্তর : বাবর।

প্রশ্ন : সংবিধানের পঞ্চদশ সংশোধনী সংসদে পাস হয় কবে?
উত্তর : ৩০ জুন, ২০১১ সালে।

প্রশ্ন : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রয়েছে?
  উত্তর : ৪টি।

প্রশ্ন : জনসংখ্যায় বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ কোনটি?
উত্তর : যুক্তরাষ্ট্র [প্রথম- চীন, দ্বিতীয় - ভারত]।

প্রশ্ন : ফিলিস্তিনিদের মাতৃভ‚মিতে কখন ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৪৮ সালে।

SUBSCRIBE TO OUR NEWSLETTER

Seorang Blogger pemula yang sedang belajar

0 Response to "জেনে রাখি- পর্ব ৭"

Post a Comment

চাকরির প্রস্তুতি সহায়ক বই
চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

View All

সাম্প্রতিক প্রশ্নোত্তর

View All