ExamBD

PDF সার্চ করুন:

WhatsAppFollow us on WhatsApp

জেনে রাখি - পর্ব ৮

প্রশ্ন : কোন জেলা রাবার চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী?
উত্তর : কক্সবাজার।

প্রশ্ন : ২০১৫ সালে সপ্তম মহিলা বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
উত্তর : যুক্তরাষ্ট্র।

প্রশ্ন : প্যারিস কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর : সিন নদীর তীরে।

প্রশ্ন : যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে বিভক্তকারী সীমান্তরেখা কোনটি?
উত্তর : সনোরা লাইন।

প্রশ্ন : বানির্কাট বাংলাদেশে নিযুক্ত কততম মাকির্ন নারী রাষ্ট্রদূত?
উত্তর : ৪র্থ।

প্রশ্ন : ইন্টারফ্যাক্স কোন দেশের সংবাদ সংস্থা?
উত্তর : রাশিয়া।

প্রশ্ন : দেশে প্রথম পরিবেশবান্ধব শিল্প পার্ক স্থাপিত হচ্ছে কোথায়?
উত্তর : সিরাজগঞ্জে।

প্রশ্ন : সফটওয়্যার পার্ক হিসেবে গড়ে তোলা হবে কোন টাওয়ারকে?
উত্তর : কারওয়ানবাজারের জনতা টাওয়ারকে।

প্রশ্ন : বাংলাদেশ ব্যাংকের সবের্শষ তফসিলভুক্ত ব্যাংক কোনটি?
উত্তর : মধুমতি ব্যাংক লিমিটেড।

প্রশ্ন : তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান পৃথিবীতে কততম?
উত্তর : তৃতীয়।

প্রশ্ন : বানির্কাট বাংলাদেশে যুক্তরাষ্ট্রের কততম রাষ্ট্রদূত?
উত্তর : ১৭তম রাষ্ট্রদূত।

প্রশ্ন : মাকির্ন যুক্তরাষ্ট্র কত সালে বাংলাদেশকে স্বীকৃতি দেয়?
উত্তর : ১৯৭২ সালে।

প্রশ্ন : ১ ও ২ টাকার নোটে কার স্বাক্ষর থাকে?
উত্তর : অর্থ সচিবের।

প্রশ্ন : মুক্তিযুদ্ধের আত্মসমপের্ণর দলিল কোথায় স্বাক্ষরিত হয়?
উত্তর : রেসকোর্স ময়দানে।

প্রশ্ন : বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সবচেয়ে বেশি রাজস্ব সংগ্রহ করে?
উত্তর : ভ্যাট [মূল্য সংযোজন কর থেকে]।

প্রশ্ন : বঙ্গবন্ধুর ৬ দফা দাবি কোথায় উত্থাপন করা হয়?
উত্তর : লাহোরে।

SUBSCRIBE TO OUR NEWSLETTER

Seorang Blogger pemula yang sedang belajar

0 Response to "জেনে রাখি - পর্ব ৮"

Post a Comment

চাকরির প্রস্তুতি সহায়ক বই
চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

View All

সাম্প্রতিক প্রশ্নোত্তর

View All