PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

JSC বাংলা ২য় পত্রঃ ভাষা - পর্ব ১

বহুনিবার্চনি প্রশ্নোত্তর ➡ভাষা

১। ভাষাকে কিসের বাহন বলা হয়?
ক. ভাবের
  খ. অন্তরের
গ. ধ্বনির
ঘ. কাজের
সঠিক উত্তর : ক. ভাবের

২। নিচের কোনটির সাহায্যে মানুষ সূ²াতিসূ²ভাবে মনের ভাব প্রকাশ করতে পারে?
ক. ইঙ্গিতের সাহায্যে
খ. কণ্ঠধ্বনির সাহায্যে
গ. চিত্রাঙ্কনের সাহায্যে
ঘ. ঘোষ ধ্বনির সাহায্যে
সঠিক উত্তর : খ. কণ্ঠধ্বনির সাহায্যে

৩। ভাষাকে রূপদান করতে কিসের সাহায্য নিতে হয়?
ক. বাগধারার খ. ফুসফুসের
গ. বাগযন্ত্রের ঘ. চক্ষু ও বণের্র
সঠিক উত্তর : গ. বাগযন্ত্রের

৪। আঞ্চলিক ভাষার অপর নাম কী?
ক. বিদেশি ভাষা খ. চলিত ভাষা
গ. উপভাষা ঘ. সাধু ভাষা
সঠিক উত্তর : গ. উপভাষা

৫। পৃথিবীর প্রায় কত কোটি মানুষের মাতৃভাষা বাংলা?
ক. ২৬ কোটি খ. ৩০ কোটি
গ. ৩২ কোটি ঘ. ৩৩ কোটি
সঠিক উত্তর : খ. ৩০ কোটি

৬। মাতৃভাষার বিবেচনায় পৃথিবীতে বাংলার স্থান কততম?

ক. প্রথম
খ. দ্বিতীয়
গ. তৃতীয়
ঘ. চতুথর্
সঠিক উত্তর : ঘ. চতুথর্

৭। রাষ্ট্রীয় কাজে ব্যবহারের জন্য কোন দেশের সংবিধান স্বীকৃত ভাষাকে বলে_

ক. মাতৃভাষা খ. জাতীয় ভাষা
গ. রাষ্ট্রভাষা ঘ. স্বীকৃত ভাষা
সঠিক উত্তর : গ. রাষ্ট্রভাষা

৮। বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগের কোন অনুচ্ছেদে রাষ্ট্রভাষা বাংলার কথা বলা আছে?
ক. প্রথম
খ. দ্বিতীয়
গ. তৃতীয়
ঘ. চতুথর্
সঠিক উত্তর : গ. তৃতীয়

৯। ভাষা কী?
ক. ভাব প্রকাশের মাধ্যম
খ. ধ্বনির সমষ্টি
গ. উচ্চারণের প্রতীক
ঘ. কণ্ঠের উচ্চারণ
সঠিক উত্তর : ক. ভাব প্রকাশের মাধ্যম

১০। মানুষের যোগাযোগের মাধ্যম কোনটি?
ক. ধ্বনি
খ. শব্দ
গ. বাগযন্ত্র
ঘ. ভাষা
সঠিক উত্তর : ঘ. ভাষা

১১। ভাষা বলতে কী বোঝায়?
ক. অথের্বাধক ধ্বনি সমষ্টি
  খ. অথর্হীন ধ্বনি সমষ্টি
গ. ইশারা-ইঙ্গিত
ঘ. ছবি
সঠিক উত্তর : ক. অথের্বাধক ধ্বনি সমষ্টি

১২। মুখ নিঃসৃত ধ্বনিসমষ্টির অথের্বাধক মিলনে কী গঠিত হয়? ক. শব্দ খ. বাক্য গ. ভাষা ঘ. পদ
সঠিক উত্তর : গ. ভাষা

১৩। পশু বা পাখির ডাককে ভাষা বলা হয় না কেন?
ক. খুবই সহজ বলে
  খ. মানুষ বুঝতে পারে না বলে
  গ. মানুষের কাছে দুবোর্ধ বলে
  ঘ. মানুষের কথা নয় বলে
সঠিক উত্তর : খ. মানুষ বুঝতে পারে না বলে

১৪। বাংলা ভাষায় কত লোক কথা বলে?
ক. দশ কোটি খ. পনেরো কোটি
  গ. বিশ কোটি ঘ. ত্রিশ কোটি
সঠিক উত্তর : ঘ. ত্রিশ কোটি

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Thanks For Visiting ❤️
Ok, Go it!