ExamBD

PDF সার্চ করুন:

WhatsAppFollow us on WhatsApp

Job Review: বাংলা ভাষা -পর্ব২

★★ শিল্প মন্ত্রণালয়ের (বিসিএসআই আর) এলডিএটাইপিষ্টটেকনিক্যাল টাইপিষ্ট২০১৭★★

— 'মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে
দেয়নি।' এটি একটি- সরল বাক্য।

— 'উজবুক' শব্দটি কোন ভাষা হতে বাংলা
ডাযায় এসেছে- তুর্কি।

— কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয়
তার নাম- উপপদ তৎপুরুষ।

--- ক্রিয়ার পারস্পরিক অর্থে কোন বহুব্রীহি সমাস হয়- ব্যতিহার।

--- বাংলা বর্ণমালায় পূর্ণ মাত্রা, অর্ধমাত্রা ও
মাত্রাহীন বর্ণের সংখ্যা- ৩২, ৮, ১০

---- সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তার নাম - দ্বিগু ।

— ‘হেড মৌলভীযে যে ভাষার শব্দ যোগে গঠিত হয়েছে- ইংরেজি + ফারসি।

---‘অদিতি' শব্দের সমার্থক শব্দ নয়- নীর।

★★শিল্প মন্ত্রণালয়ের বিসিএসআই আর)
জুনিয়র টেকনিশিয়ান-২০১৭★★

--- তৎপুরুষ সমাসে যে পদ প্রধান- পরপদ।

– ‘অলুক দ্বন্দ' সমসের উদাহরণ- ঘরে-বাইরে।

— ‘মৌমাছি' যে সমাস- কর্মধারয় ।

--- 'সপ্তর্ষি' শব্দটি যে সমাস- দ্বিগু সমাস।

— কোনটি "এদ্দুর' এর সন্ধি বিচ্ছেদ- এত + দুর।

-- আনারস ও চাবি শব্দ দুটি কোন ভাষা থেকে
বাংলা ভাষায় এসেছে- পর্তুগিজ।

--- 'নিরানব্বইয়ের ধাকা' বাগধারাটির অর্থ -সঞ্চয়ের প্রবৃত্তি।

-- ক' থেকে 'ম' পর্যন্ত ২৫টি ব্যঞ্জন ধ্বনিকে
একত্রে বলা হয়- স্পর্শ ধ্বনি।

---'সিডর’ শব্দের অর্থ- চোখ ।

— 'গিরি নিঃস্রাব’ শব্দের অর্থ- নদী।

---‘পয়জার' এর সমার্থক শব্দ- পাদুকা।

— শুদ্ধ বানান- আকাঙ্ক্ষা।

— সঠিক বানান - দধীচি।

---শুদ্ধ বানান- বাল্মীকি

— শুদ্ধ বানানের শব্দগুচ্ছ- পরিত্রাণ, ভূম্যধিকারী, পোস্ট অফিস।

--- নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায়-এখানে নীল- বিশেষণ পদ।

★★শিল্প মন্ত্রণালয় (বিসিএসআইআর) অফিস সহায়ক (এমএলএস এস)-২০১৭★

— শুদ্ধ বানান- সমীচীন।

— শুদ্ধ বানান- কৃষিজীবী।

— গুদ্ধ বানান- দূরীভূত

— 'কুল' শব্দের প্রতিশব্দ নয়- অবধি।

— শুদ্ধ বানান- উন্মিলিত ।

— ‘অগ্নি' শব্দের প্রতিশব্দ নয়- ফুলশ্বির।

---“আমার গানের মালা আমি করব কারে দান"-বাক্যে নিম্নরেখ শব্দটি যে কারকে যে বিভক্তি- করণ কারকে শূন্য।

— 'প্রেষণ'-এর সমার্থক নয়- নিসর্গ।

--- কোনটি শুদ্ধ বানান- গৃহিণী

—'পদ্ম' এর সমার্থক নয়- ধরা।

— যে শব্দটি তৎসম শব্দ- জীবন।

--- 'অপয়া' যে সমসা- বহুব্রীহি সমাস।

SUBSCRIBE TO OUR NEWSLETTER

Seorang Blogger pemula yang sedang belajar

0 Response to "Job Review: বাংলা ভাষা -পর্ব২"

Post a Comment

চাকরির প্রস্তুতি সহায়ক বই
চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

View All

সাম্প্রতিক প্রশ্নোত্তর

View All