PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি - বাংলা পর্ব ৩

২৫. কৃত্তিবাসের রামায়ণ কত সালে শ্রীপুর মিশনে ছাপা হয়?
(ক) ১৮০২ - ১৮০৩ (খ) ১৮০৫ - ১৮০৬
‎ (গ) ১৮০৮ - ১৮০৯ (ঘ) ১৮১১ - ১৮১২
‎সঠিক উত্তর : (ক) ১৮০২ - ১৮০৩

২৬. কৃষ্ণ দ্বৈপায়নের নাম বেদব্যাস হয়েছিল কেন?
(ক) শ্রীকৃষ্ণকীতর্ন রচনা ও গাওয়ার জন্য
‎(খ) বেদ এর ব্যাখ্যা প্রদান করেছিলেন বলে
‎ (গ) অতি প্রাচীনকালে বেদবাক্য উচ্চারণ করেছিল বলে
‎(ঘ) সনাতন ধমর্ প্রচার করার কারণে
সঠিক উত্তর : (খ) বেদ এর ব্যাখ্যা প্রদান করেছিলেন বলে

২৭. মহাভারতের কথা অমৃত সমান! কাশীরাম দাস ভনে শুনে পুণ্যবান! চরণ দুটির রচয়িতা কে?
(ক) বাল্মীকি (খ) কৃত্তিবাস (গ) কাশীরাম দাস (ঘ) চন্দ্রাবতী
সঠিক উত্তর : (গ) কাশীরাম দাস

২৮. বাংলা সাহিত্যের প্রাচীনতম মুসলমান কবি কে?
(ক) শাহ মুহম্মদ সগীর (খ) বাহরাম খান (গ) শাহ মুহম্মদ গরীবুল্লাহ (ঘ) কাজী দৌলত
সঠিক উত্তর : (ক) শাহ মুহম্মদ সগীর

২৯. লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে?
(ক) আলাওল (খ) কোরেশী মাগন ঠাকুর (গ) দৌলত কাজী (ঘ) সৈয়দ সুলতান
সঠিক উত্তর : (গ) দৌলত কাজী

৩০. মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য কোনটি?
(ক) লাইলী মজনু (খ) ইউসুফ জোলেখা (গ) শিরী ফরহাদ (ঘ) বিষাদ সিন্ধু
সঠিক উত্তর : (খ) ইউসুফ জোলেখা

৩১. হিন্দী ‘পদুমাবৎ’ অবলম্বনে ‘পদ্মাবতী’ রচনা করেন
(ক) বাহরাম খান (খ) সৈয়দ সুলতান (গ) আলাওল (ঘ) মাগন ঠাকুর
সঠিক উত্তর : (গ) আলাওল

৩২. যে সব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী। সে সব কাহার জন্ম ন জানি। এ পঙক্তি দুটি কার রচনা?
(ক) অতুল প্রসাদ সেন (খ) রামনিধি গুপ্ত (গ) আবদুল হাকিম (ঘ) আলাওল
‎সঠিক উত্তর : (গ) আবদুল হাকিম

৩৩. ‘লাইলী মজনু ’ কাব্যের উপাখ্যান কোন দেশের?
(ক) সৌদি আরব (খ) ইরাক (গ) ইরান (ঘ) মিসর
সঠিক উত্তর : (গ) ইরান

৩৪. কোন দুজন আরাকান রাজসভার কবি?
(ক) সৈয়দ সুলতান ও মুহম্মদ কবীর
(খ) মহাকবি আলাওল ও দৌলত কাজী
(গ) কাশীরাম দাস ও মহাকবি আলাওল
(ঘ) মহাকবি আলাওল ও সৈয়দ সুলতান

সঠিক উত্তর : (খ) মহাকবি আলাওল ও দৌলত কাজী

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Thanks For Visiting ❤️
Ok, Go it!