ExamBD

PDF সার্চ করুন:

WhatsAppFollow us on WhatsApp

BCS Review: বিগত সালের প্রশ্নোত্তর - বাংলা ভাষা পর্ব ১

৩১ তম বিসিএস
— ‘উজবুক’ শব্দটি যে ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে- তুর্কি।
_ সমাসবদ্ধ শব্দ ‘আনত' যে সমাসের উদাহরণ- অব্যয়ীভাব।
-- সন্ধি-সাধিত শব্দ ‘পরস্পর' যে ধরনের সন্ধির দষ্টান্ত- নিপাতনে সিদ্ধ ।
— 'অদিতি' শব্দের সমার্থক শব্দ নয়- নীর।
— 'শিখণ্ডী' শব্দের অর্থ - ময়ূর।
— Quarterly শব্দের অর্থ - ত্রৈমাসিক।
— শুদ্ধ বানান- নিশীথিনী।
--সাহিত্যে অলঙ্কার প্রধানত - ২ প্রকার।

★★৩২ তম বিসিএস★★

-- 'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ- বিটপী
— 'Subconscious' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো- অবচেতন
-- ইংরেজি শব্দ- কমা ।
— যে শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে- অনাবৃষ্টি ।
— ‘আলোছায়া' পদটি যে সমাসের অন্তর্গত- দ্বন্দ্ব সমাস।
--সাধিত শব্দ নয়- গোলাপ ।
--শুদ্ধ বানান- আকাঙ্ক্ষা।
--'বাতাস’ শব্দের সমার্থক নয়- পাবক।
— ভাষার ক্ষুদ্রতম একক- ধ্বনি।
— ‘মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে
দেয়নি।' এটি একটি- মিশ্র বাক্য
— ‘গাছপাথর' বাগধারাটির অর্থ- হিসাব নিকাশ।

★★৩৩তম বিসিএস★★

– চরণটি সঠিক- ধন ধান্যে পুষ্পে ভরা।
--শুদ্ধ বানান নয়- উর্দ্ধ
---‘গৃহী' শব্দের বিপরীতার্থক শব্দ- সন্ন্যাসী
—  Excise duty-র পরিভাষা- আবগারি শুল্ক ।
— শুদ্ধ বাক্য- দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা।
— ‘তুমি আসবে বলে হে স্বাধীনতা
সখিনা বিবির কপাল ভাঙল ।'-এটি- সরল বাক্য।
— ‘অগ্নি'-র সমার্থক শব্দ নয়- প্রজ্জলিত।
— সঠিক বানান- নিশীথিনী ।
— ‘ঢাকের কাঠি' বাগধারার অর্থ - মোসাহেব
-- শুদ্ধ বানান- পিপীলিকা ।

★★৩৫তম বিসিএস★★

--- শুদ্ধ বানান- শ্বশুর ।
—শুদ্ধ বানান- প্রতিযোগিতা ।
--ধ্বনি-পরিবর্তনের উদাহরণ নয়- প্ৰাতিপদিক।
— “জজ সাহেব’ কোন সমাসের উদাহরণ- কর্মধারয়।
—'দ্বৈপায়ন' শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ- দ্বিপ + অনট।
_ প্রত্যয়সাধিত- খণ্ডিত।
--বাক্যের বৈশিষ্ট্য নয়- আসক্তি।
--‘লবণ’ শব্দের বিশেষ্য- লাবণ্য
--বাংলা ভাষায় শব্দ সাধন হয় না- লিঙ্গ পরিবর্তন দ্বারা।
--বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা - ৭টি।
--‘পরশ্ব’ শব্দটির অর্থ - পরশু
— যে শব্দজোড় বিপরীতার্থক - হৃষ্ট-পুষ্ট
--‘জল’ শব্দের সমার্থক নয়- জলধি
—  ‘Consumer goods' -এর উপযুক্ত বাংলা পরিভাষা - ভোগ্যপণ্য
--শুদ্ধ বাক্য- দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়।
— শুদ্ধ বানানটি - মনীষী ।
– “পুরস্কার-বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত
অপরিস্কার! -বাক্যটির নির্মরেখ পদে ষ/স।
ব্যবহারে- দুটোই অশুদ্ধ।

★★৩৬তম বিসিএস★★

--- 'বন্ধন' শব্দের সঠিক অক্ষর বিন্যাস - বন্ + ধন্।
— বাংলা বর্ণমালার অর্ধমাত্রার বর্ণ - ৮টি
— ‘বিজ্ঞান' শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ- জ + ঞ।
—প্রত্যয়যোগে গঠিত হয়নি- শুভেচ্ছা।
---বহুব্রীহি সমাসবদ্ধ পদ - অনমনীয়।
---বিশেষ্য পদ- গৈরিক, গাম্ভীৰ্য
— যে শব্দে ণত্ব বিধি অনুসারে ‘ণ'-এর ব্যবহার
হয়েছে- প্ৰবণ ।
— মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে-বাক্যটিতে নেতিবাচক বাক্যে রূপান্তর করলে হয়-মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না।
---‘Null and Void’-এর বাংলা পরিভাষা- বাতিল ।
– হেড মৌলভী যে যে ভাষার শব্দ যোগে
গঠিত হয়েছে- ইংরেজি + ফার্সি ।
– রবীন্দ্র’-এর সঠিক সন্ধি বিচ্ছেদ - রবি + ইন্দ্র।
---এ যে আমার চেনা লোক -বাক্যে "চেনা" যে
পদ- বিশেষণ ।
--- ‘প্রকর্ষ’ শব্দের সমার্থক শব্দ– উৎকর্ষ

★★৩৭তম বিসিএস★

---বাগধারা বোঝায়- শিরে সংক্রান্তি
--- কোনটি মৌলিক শব্দ- গোলাপ
---সবগুলো বানানই অশুদ্ধ- নিষ্কণ, সূগ্র, অনুর্ধ
--- ‘সমভিব্যাহারে’ শব্দটির অর্থ - একযোগে।
--“Custom” শব্দের পরিভাষা কোনটি যথার্থ- প্রথা ।
— বর্গের যে বর্ণসমূহের ধ্বনি মহাপ্ৰাণধ্বনি-
দ্বিতীয় ও চতুর্থ বর্ণ।
— ‘কদাকার' শব্দটি যে উপসর্গযোগে গঠিত- কোনটি নয়।
--- যুক্তাক্ষর এক মাত্রা এবং বন্ধাক্ষরও এক মাত্র গণনা করা হয় কোন ছন্দে- স্বরবৃত্ত
---অশুদ্ধ- দোষী-নিৰ্দোষী।
— শুদ্ধ বাক্য- তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম।
— ‘জলে-স্থলে’ যে সমাস- অলুক দ্বন্দ
— ‘ঔ' যে ধরনের স্বরধ্বনি- যৌগিক স্বরধ্বনি
--“বিস্ময়াপন্ন” সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য-বিস্ময়কে আপন্ন।

SUBSCRIBE TO OUR NEWSLETTER

Seorang Blogger pemula yang sedang belajar

0 Response to "BCS Review: বিগত সালের প্রশ্নোত্তর - বাংলা ভাষা পর্ব ১"

Post a Comment

চাকরির প্রস্তুতি সহায়ক বই
চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

View All

সাম্প্রতিক প্রশ্নোত্তর

View All