PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

২০১৮ সালের HSC পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষার আবেদন পদ্ধতি


পুনঃনিরীক্ষার আবেদনের তারিখ ২০/০৭/২০১৮ হতে ২৬/০৭/২০১৮ পর্যন্ত।

শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে ফল পুনঃনিরীক্ষণের জন্য এস.এম.এস. করা যাবে। টেলিটক সিম সম্বলিত মোবাইলের Message অপশনে গিয়ে Rsc লিখে Space দিয়ে বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর  লিখে Space দিয়ে রোল নম্বর লিখে Space দিয়ে Subject Code (বিষয়ের যে যে পত্রের জন্য আবেদন করতে ইচ্ছুক সে সে পত্রের কোড লিখতে হবে) লিখে Send করুন 16222 নম্বরে।
নমুনা
RSC<Space> JES <Space>Roll
No.<Space>Subject Code
Send 16222

ফিরতি SMS-এ একটি PIN নম্বর প্রদান করা হবে। এতে সম্মত থাকলে অপশনে Massage যেয়ে
RSC<space>JES<space>PIN<space>Contract Number লিখে Send করুন 16222 নম্বরে। একাধিক বিষয়ের জন্য কমা (,) দিয়ে লিখতে হবে।

পুনঃনিরীক্ষণ ফিস।
* প্রতি পত্রের জন্য আবেদন ফি ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা।
* দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের একটি পত্রে কিংবা দুইটি পত্রে আবেদন করতে পারবে।
বিঃ দ্রঃ হাতে লেখা কোন আবেদন গ্রহণ করা হবে না।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.