ExamBD

PDF সার্চ করুন:

WhatsAppFollow us on WhatsApp

প্রশ্নঃ বাংলা উচ্চারণের পাঁচটি নিয়ম লিখ।

উত্তরঃ নিচে বাংলা উচ্চারণের পাচটি নিয়ম দেওয়া হলো -
ক. শব্দের আদিতে যদি স্বাধীন অ কিংবা ব্যঞ্জনে যুক্ত-অ এর ই-কার কিংবা
ঈ-কার এবং উ-কার কিংবা ঊ-কার থাকে, তবে উক্ত অ-এর উচ্চারণ ও-
কারের মতো হয়। অতিমানব (ওতিমানব্), অংশীদার (ওশশিদার্)।

খ. একাক্ষর (monosyllabic) শব্দের আ সবসময় দীর্ঘ হয়। যেমন- চাঁদ
(ছাঁ-দ), বাঁশ (বা-শ্)

গ.  এ-কারযুক্ত একাক্ষরবিশিষ্ট ধাতুর সাথে আ-প্রত্যয় সংযুক্ত হলে এ সাধারণত স্বাভাবিকভাবে উচ্চারিত হয় অর্থাৎ এ-এর উচ্চারণ অবিকৃত থাকে। যেমন-এ, যে, রে, তে।

ঘ. পদের মধ্যে বা অন্তে ব-ফলা থাকলে যুক্ত-ব্যঞ্জনের উচ্চারণ দ্বিত্ব হয়। যেমন-পক্ব পোকক্), শাশ্বত (শাশ্শতো)।

৬. পদের আদ্য ব্যঞ্জনের সাথে ম-ফলা যুক্ত হলে ঐ ম-এর উচ্চারণ হয় না, তবে ব্যঞ্জনটি ঈষৎ অনুনাসিক হয়। যেমন-স্মৃতি (সৃঁতি), শ্মশ্রু  (শঁসরু)।
       
(ব. বো. ১৬; রা. বো. '১৬; দি. বো. '১৬)

SUBSCRIBE TO OUR NEWSLETTER

Seorang Blogger pemula yang sedang belajar

0 Response to "প্রশ্নঃ বাংলা উচ্চারণের পাঁচটি নিয়ম লিখ।"

Post a Comment

চাকরির প্রস্তুতি সহায়ক বই
চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

View All

সাম্প্রতিক প্রশ্নোত্তর

View All