ExamBD

PDF সার্চ করুন:

WhatsAppFollow us on WhatsApp

আজকের এই দিনে : ১৩ জুন

১৫২৫ খ্রিস্টাব্দের এই দিনে রোমান ক্যাথলিক চার্চের নিয়ম ভেঙে মার্টিন লুথার বিয়ে করেন ক্যাথরিনা ভনভরাকে।

১৬৯৫ খ্রিস্টাব্দের এই দিনে ফ্রান্সের বিখ্যাত লেখক ও কবি জন লাফুনতান মৃত্যুবরণ করেন।

১৭৫৭ খ্রিস্টাব্দের এই দিনে রবার্ট ক্লাইভ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মুর্শিদাবাদ অভিমুখে যুদ্ধ অভিযান শুরু করেন।

১৮৩১ খ্রিস্টাব্দের এই দিনে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, স্কটল্যান্ডীয় গাণিতিক পদার্থবিজ্ঞানী এর জন্ম।

১৮৫৭ খ্রিস্টাব্দের এই দিনে লর্ড ক্যানিং সংবাদপত্র আইন চালু করেন।

১৮৬৫ খ্রিস্টাব্দের এই দিনে নোবেলজয়ী (১৯২৩) আইরিশ সাহিত্যিক উইলিয়াম বাটলার ইয়েটসের জন্ম।

১৮৭৮ খ্রিস্টাব্দের এই দিনে ইউরোপের মুখ্য রাষ্ট্রপ্রধানদের নিয়ে বার্লিন কংগ্রেস শুরু হয়।

১৯০০ খ্রিস্টাব্দের এই দিনে চীনে বক্সার বিদ্রোহ শুরু হয়।

১৯০৬ খ্রিস্টাব্দের এই দিনে বৃটেনের পশ্চিমাঞ্চলীয় আয়ারল্যান্ড দ্বীপে আয়ারল্যান্ড রিপাবলিকান আর্মির রাজনৈতিক শাখা শিনফেন আত্ম প্রকাশ করে।

১৯২১ খ্রিস্টাব্দের এই দিনে ইহুদিবাদীদের বিরুদ্ধে প্রথমবারের মতো ব্যাপক আন্দোলনের সূচনা হয়।

১৯৩২ খ্রিস্টাব্দের এই দিনে বিপ্লবী নির্মলকুমার সেনের মৃত্যু।

১৯৩৪ খ্রিস্টাব্দের এই দিনে এডল্ফ হিটলার এবং বেনিটো মুসোলিনী দুজনের সাক্ষাৎ হয়েছিল ইতালির ভেনাসে।

১৯৪০ খ্রিস্টাব্দের এই দিনে জার্মান গায়িকা সারাহ কোনর এর জন্ম।

১৯৪৩ খ্রিস্টাব্দের এই দিনে ফ্রান্সের জাতীয় মুক্তি কমিটি গঠিত হয়।

১৯৪৪ খ্রিস্টাব্দের এই দিনে জার্মানি প্রথম বারের মতো বৃটেনকে লক্ষ্য করে ভি-ওয়ান নামের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করে।

১৯৪৪ খ্রিস্টাব্দের এই দিনে জাতিসংঘের অষ্টম মহাসচিব বান কি মুন এর জন্ম।

১৯৫৩ খ্রিস্টাব্দের এই দিনে কলম্বিয়ায় জেনারেল গুস্তাভো রোজাস পিনিল্লার নেতৃত্বে এক সামরিক অভ্যুত্থানে প্রেসিডেন্ট লরেয়ানো গোমেজের সরকার উৎখাত।

১৯৫৩ খ্রিস্টাব্দের এই দিনে আমেরিকান অভিনেতা টিম অ্যালেন এর জন্ম।

১৯৫৬ খ্রিস্টাব্দের এই দিনে সর্বশেষ ব্রিটিশ সেনাদল সুয়েজ ত্যাগ করে।

১৯৭১ খ্রিস্টাব্দের এই দিনে অস্ট্রেলিয়ার সিডনিতে জি. বডরিক নামে এক মহিলা একসঙ্গে নয় সন্তানের জন্ম দেয়। এর মধ্যে ২ ছেলে ও ৪ মেয়ে বেঁচে যায়।

১৯৭৪ খ্রিস্টাব্দের এই দিনে ইয়েমেনে সেনাবাহিনীর ক্ষমতা দখল।

১৯৭৮ খ্রিস্টাব্দের এই দিনে লেবানন থেকে ইসরায়েল তার সেনা প্রত্যাহার করে।

১৯৮২ খ্রিস্টাব্দের এই দিনে সৌদি বাদশাহ খালেদের ইন্তেকাল। যুবরাজ ফাহাদের সিংহাসনে আরোহণ।

১৯৮৩ খ্রিস্টাব্দের এই দিনে ঢাকা জাদুঘর জাতীয় জাদুঘরে রূপান্তরিত হয়।

১৯৯৩ খ্রিস্টাব্দের এই দিনে কিম ক্যাম্পবেল কানাডার প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত।

২০০২ খ্রিস্টাব্দের এই দিনে যুক্তরাষ্ট্র অ্যান্টি ব্যালাস্টিক মিসাইল চুক্তি প্রত্যাহার করে।

২০১২ খ্রিস্টাব্দের এই দিনে উপমহাদেশের কিংবদন্তি গজল সম্রাট মেহেদি হাসানের ইন্তেকাল।

SUBSCRIBE TO OUR NEWSLETTER

Seorang Blogger pemula yang sedang belajar

0 Response to "আজকের এই দিনে : ১৩ জুন"

Post a Comment

চাকরির প্রস্তুতি সহায়ক বই
চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

View All

সাম্প্রতিক প্রশ্নোত্তর

View All