PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘটনাবলি

বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘটনাবলি

– ১৯৭১ সালে ২ মার্চ বাংলাদেশের পতাকা
প্রথমবারের মত উত্তোলন করা হয় ঢাকা
বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের বটতলায় এক ছাত্র সমাবেশে। পতাকা উত্তোলন করেন তৎকালীন ডাকসু ভিপি আ.স.ম. আবদুর রব।
— জাতীয় সংগীতের সাথে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন শাহজাহান সিরাজ।
— ১২ মার্চ কামরুল হাসানের আহবানে
শাপলাকে জাতীয় ফুল নির্বাচন করা হয়।
– ১৯ মার্চ '৭১ গাজীপুরে প্রথম সশস্ত্র প্রতিরোধ সংঘটিত হয়।
-- ২৫ মার্চ '৭১ (বৃহস্পতিবার) রাতে পরিচালিত সামরিক অভিযানের সাংকেতিক নাম অপারেশন সার্চ লাইট
-- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বন্দী করে করাচিতে নিয়ে যাওয়া হয় ৭১ এর ২৫ মার্চ রাতে । গ্রেফতারের পূর্বে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন ওয়্যারল্যাসের মাধ্যমে।
– ২৭ মার্চ ৭১ তৎকালীন মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন। ৩০ মার্চ পাক বাহিনী কালুরঘাটে বোমা হামলা করে।
--- ৪ এপ্রিল মুক্তিফৌজ গঠন করা হয় এবং ৯ এপ্রিল নাম করা হয় মুক্তিবাহিনী ।
– ৬ এপ্রিল কুটনীতিক হিসেবে বাংলাদেশের প্রতি প্রথম আনুগত্য স্বীকার করেন এম হোসেন আলী।
— মুক্তিযোদ্ধা নৌ সেনাদের ‘অপারেশন
জ্যাকপট’ সংঘটিত হয় ১৫ আগস্ট, ১৯৭১।
--- ২১ নভেম্বর, ১৯৭১ সালে বাংলাদেশ ভারত যৌথ কমান্ড গঠন করা হয়। ৩ ডিসেম্বর ১৯৭১ যৌথ বাহিনীর আক্রমণ শুরু হয় ।
– ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশের প্রথম জেলা হিসাবে যশোর শত্রুমুক্ত হয়।
--- ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের উপর গণহত্যা পরিচালনা করা হয়। জি সি দেব, মুনীর চৌধুরী সহ ১৮ জন এ দিন শহিদ হন।
-- বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
-- স্বাধীনতার ঘোষণা পত্র জারী হয়  ১৯৭১
সালের ১৭ এপ্রিল।
— ১৯৭১ সালে কনসার্ট ফর বাংলাদেশের প্রধান শিল্পী ছিলেন জর্জ হ্যারিসন। উদ্যোক্তা সেতারবাদক রবিশংকর ।
--- মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী দেশ যুক্তরাষ্ট্র।

মুক্তিফৌজ ও প্রশাসন
— ১৩০০০ জন সৈন্য নিয়ে মুক্তিফৌজ গঠন করা হয় ১৯৭১ সালে ৪ এপ্রিল। মুক্তিবাহিনীরকমান্ডার ইন চিফ বা প্রধান সেনাপতি ছিলেনজেনারেল আতাউল গণি ওসমানী। তার বাড়িসিলেট জেলায় ছিল।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.