Header Ads1

PDF সার্চ করুন:

Notice Board

আমাদের ওয়েবসাইট থেকে PDF ডাউনলোড করার নিয়ম দেখতে এখানে ক্লিক করুন
PDF ডাউনলোড নিয়ম

Header ads2

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন


সাম্প্রতিক প্রশ্নোত্তর: আন্তর্জাতিক, ক্রিড়াঙ্গন - April 2018


আন্তর্জাতিক

প্রশ্ন : বিশ্বে মোবাইল ফোন সেট উৎপাদনে
শীর্ষ দেশ কোনটি?
উত্তর : চীন; দ্বিতীয় ভারত।
প্রশ্ন :সোয়াতি ভাষায় ইসওয়াতিনি
(eSwatini)-এর অর্থ কী?
উত্তর : সোয়াজিদের ভূমি (Land of the Swazis)।
প্রশ্ন : ১৮ এপ্রিল ২০১৮ কোন দেশে
Black Panther চলচ্চিত্র প্রদর্শনের
মাধ্যমে সিনেমা হলের নবযাত্রা হয়?
উত্তর : সৌদি আরব।
প্রশ্ন : ৭ এপ্রিল ২০১৮ জাপানে কোন
মেরিন ইউনিট চালু হয়?
উত্তর : Amphibious Rapid Deployment
Brigade (ARDB)।
প্রশ্ন :বিশ্বের বৃহত্তম সমুদ্র সেতুর নাম কী?
উত্তর : Hong Kong-Zhuhai-Macau
Bridge (HKZMB)
প্রশ্ন : বর্তমানে বিশ্বে তেল আমদানিতে
শীর্ষ দেশ কোনটি?
উত্তর: চীন।
প্রশ্ন :তিয়াস (Tiyas) বা টি-৪ (T-4)
বিমানঘাটি কোথায় অবস্থিত
উত্তর : সিরিয়া।
প্রশ্ন : ২০১৮ সালে কোন দুটি দেশ
বাণিজ্যযুদ্ধে জড়িয়ে পড়ে
উত্তর : যুক্তরাষ্ট্র-চীন।

প্রশ্ন : বিশ্বে প্রথম বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছিল কবে?
উত্তর : ১৯৩০ সালে।
প্রশ্ন : বাণিজ্য যুদ্ধ কী?
উত্তর : বাণিজ্য প্রতিবন্ধকতার পাল্টা
ব্যবস্থা হিসেবে, দুই বা ততোধিক রাষ্ট্রের একে অপরের উপর আমদানি-রপ্তানি শুল্ক আরোপ বা আরো অন্যান্য বাণিজ্য প্রতিবন্ধকতা বাণিজ্য যুদ্ধ (Trade War)।
প্রশ্ন : চীনা মহাকাশ স্টেশন Tiangong1
কবে, কোথায় পৃথিবীতে আছড়ে পড়ে
উত্তর : ২ এপ্রিল ২০১৮; প্রশান্ত মহাসাগরে।

রিপোর্ট-সমীক্ষা
প্রশ্ন : ২০১৮ সালের কমনওয়েলথ উদ্ভাবনী
সূচকে শীর্ষ দেশগুলোর নাম কি?
উত্তর : যুক্তরাজ্য, সিঙ্গাপুর ও কানাডা।
প্রশ্ন : ২০১৮ সালের কমনওয়েলথ উদ্ভাবনী
সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
উক্তর : ২৪তম।

ক্রীড়াঙ্গন

প্রশ্ন : ২০১৮ সালের ২১তম কমনওয়েলথ গেমসে সর্বাধিক পদক লাভ করে কোন দেশ?
উত্তর : অষ্ট্ৰেলিয়া; ১৯৮টি।
প্রশ্ন : ২০১৮ সালের ২১তম কমনওয়েলথ
গেমসে বাংলাদেশের কে কে রৌপ্য পদক লাভ করে?
উল্পে : আবদুল্লাহ হেল বাকী (এয়ার রাইফেল)
এবং শাকিল আহমেদ (শুটিং)।
প্রশ্ন : ২০১৮ সালের ২১তম কমনওয়েলথ।
গেমসে প্রথম স্বর্ণপদক লাভ করেন কে?
উরে : ফ্লোরা ডাফি (বারমুডা)।
প্রশ্ন : ১৪তম এশিয়া কাপ ক্রিকেট কবে,
কোথায় অনুষ্ঠিত হবে?
উ : ১৮-৩০ সেপ্টেম্বর ২০১৮; সংযুক্ত
আরব আমিরাত ।
প্রশ্ন : দশম সাফ চ্যাম্পিয়নশিপ কবে,
কোথায় অনুষ্ঠিত হবে?
উল্পে : ৪-১৫ সেপ্টেম্বর ২০১৮; ঢাকা, বাংলাদেশ।
প্রশ্ন : হংকংয়ে অনুষ্ঠিত চার জাতি অনূর্ধ্ব -১৫ নারী ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
উত্তর : বাংলাদেশ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Example Image