ExamBD

PDF সার্চ করুন:

WhatsAppFollow us on WhatsApp

জাতীয় সংসদ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য

জাতীয় সংসদ

#জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই
কান। এটি ৯ তলা বিশিষ্ট ভবন।

#বাংলাদেশের জাতীয় সংসদ ভবন ২৮
জানুয়ারি, ১৯৮২ সালে উদ্বোধন করা হয় ।

#জাতীয় সংসদ ভবন ২০৮ একর জমির উপর
নির্মিত ।
#জাতায় সংসদের প্রতীক শাপলা।

# পাকিস্তান আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের
জগন্নাথ হলে পূর্ব বাংলার আইনসভা ছিল ।

#বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন ৭
মার্চ, ১৯৭৩ । এটি বাংলাদেশের প্রথম
নির্বাচন।

#স্বাধীন বাংলাদেশের জাতীয়
সংসদে প্রথম স্পিকার ছিলেন । মোহাম্মদ
উল্লাহ।

#৭ এপ্রিল '৭৩ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে।

#১৯৭৮ সালে জনগণের ভোটে প্রথম
প্রেসিডেন্ট নির্বাচন হয় এবং ১৯৭৯ সালে
বাংলাদেশে বহুদলের অংশগ্রহণের ভিত্তিতে
দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

# বাংলাদেশের জাতীয় সংসদে সর্বপ্রথম
যুগোশ্লাভিয়ার মার্শাল জোসেফ টিটো বিদেশি
রাষ্ট্রপ্রধান হিসেবে ভাষণ দেন।

#জাতীয় সংসদে কাস্টিং ভোট হলো স্পীকারের ভোট ।

#৬ষ্ঠ জাতীয় সংসদের মেয়াদ ১১ দিন
(সবচেয়ে কম স্থায়িত্বের সংসদ)।

#মাত্র ১টি সংসদীয় আসন রাঙামাটি জেলায়।

#বাংলাদেশে জাতীয় সংসদের ১নং আসন পঞ্চগড় এবং ৩০০তম আসন বান্দরবান। ঢাকা জেলায় সর্বাধিক ২০টি (ঢাকা সিটি করপোরেশন এলাকায় ১৫টি) আসন রয়েছে।

#জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন ৫০টি।

# বাংলাদেশের সপ্তম জাতীয় সংসদে
প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু হয়।

SUBSCRIBE TO OUR NEWSLETTER

Seorang Blogger pemula yang sedang belajar

0 Response to "জাতীয় সংসদ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য"

Post a Comment

চাকরির প্রস্তুতি সহায়ক বই
চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

View All

সাম্প্রতিক প্রশ্নোত্তর

View All