ExamBD

PDF সার্চ করুন:

WhatsAppFollow us on WhatsApp

আজকের এই দিনে : ১৪ জুন

১৫৫৮ খ্রিস্টাব্দের এই দিনে সুলতান গিয়াসউদ্দিন বলবনের ইন্তেকাল।

১৭৩৬ খ্রিস্টাব্দের এই দিনে চার্লস অগাস্টিন কুলম্ব, ফরাসি পদার্থবিজ্ঞানী এর জন্ম।

১৮২০ খ্রিস্টাব্দের এই দিনে মোহাম্মদ আলী পাশার নেতৃত্বে মিশরীয় বাহিনী, সুদানে হামলা চালিয়ে দেশটির একটি বড় অংশ দখল করে নেয়।

১৮৩০ খ্রিস্টাব্দের এই দিনে ফরাসি বাহিনী আলজেরিয়ায় অভিযান শুরু করে। তবে ফ্রান্সের আগ্রাসনের বিরুদ্ধে আলজেরিয়ার জনগণ প্রথম থেকেই সোচ্চার ছিল।

১৮৩৯ খ্রিস্টাব্দের এই দিনে প্রথম বাংলা দৈনিক পত্রিকা ‘সংবাদ প্রভাকর’ ঈশ্বর গুপ্তের সম্পাদনায় প্রকাশিত হয়।

১৮৩৯ খ্রিস্টাব্দের এই দিনে কলকাতায় বাংলা পাঠশালার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।

১৮৫৫ খ্রিস্টাব্দের এই দিনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ‘বর্ণ পরিচয়’ দ্বিতীয় ভাগ প্রকাশিত হয়।

১৮৭৫ খ্রিস্টাব্দের এই দিনে জার্মান বিজ্ঞানী ও নেপচুনের আবিষ্কর্তা হাইনরিখ লুই দ্য আরেস্টের জন্ম।

১৮৮৬ খ্রিস্টাব্দের এই দিনে রাশিয়ার স্বনামধন্য লেখক আলেকজান্ডার নিকোলাইভিচ অস্ট্রোফস্কি মৃত্যুবরণ করেন।

১৯০৭ খ্রিস্টাব্দের এই দিনে নরওয়েতে নারীর ভোটাধিকার স্বীকৃত হয়।

১৯১৭ খ্রিস্টাব্দের এই দিনে সমাজবিজ্ঞানী ও সাহিত্য সমালোচক বিনয় ঘোষের জন্ম।

১৯২৭ খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটিশ নারীদের ভোটাধিকার স্বীকৃত হয়।

১৯২৭ খ্রিস্টাব্দের এই দিনে ইংরেজ লেখক জেরোম কে জেরোমের মৃত্যু।

১৯২৮ খ্রিস্টাব্দের এই দিনে কিউবার বিপ্লবী নেতা আর্নেস্তো চে গুয়েভারার জন্ম।

১৯৩২ খ্রিস্টাব্দের এই দিনে কবি হাসান হাফিজুর রহমানের জন্ম।

১৯৪৬ খ্রিস্টাব্দের এই দিনে টেলিভিশনের আবিস্কারক জন বেয়ার্ড এর মৃত্যু।

১৯৪৭ খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশী লেখিকা সেলিনা হোসেন এর জন্ম।

১৯৪৯ খ্রিস্টাব্দের এই দিনে সাবেক সম্রাট বাও দাই’র নেতৃত্বে সায়গলে ভিয়েতনামী রাষ্ট্র প্রতিষ্ঠা।

১৯৬৩ খ্রিস্টাব্দের এই দিনে বিশ্বের প্রথম মহিলা নভোচারী ভ্যালেনটিনা তেরেশকোভার মহাশূন্য যাত্রা।

১৯৭৫ খ্রিস্টাব্দের এই দিনে বেতবুনিয়ায় বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপন।

১৯৮২ খ্রিস্টাব্দের এই দিনে ফকল্যান্ডস যুদ্ধ শেষ হয়।

১৯৮৬ খ্রিস্টাব্দের এই দিনে লাতিন আমেরিকার বিখ্যাত লেখক খুর্খা লুইস বুরখাস মৃত্যুবরণ করেন।

১৯৯১ খ্রিস্টাব্দের এই দিনে ঐতিহাসিক নগরী লেনিনগ্রাদের নতুন নামকরণ পিটার্সবার্গ।

১৯৯৩ খ্রিস্টাব্দের এই দিনে তানসু সিলার তুরস্কের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত।

১৯৯৫ খ্রিস্টাব্দের এই দিনে আন্তর্জাতিক রক্তদাতা ফেডারেশনের উদ্যোগে প্রথম বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয়।

১৯৯৭ খ্রিস্টাব্দের এই দিনে সিলেটের মাগুরছড়া গ্যাস ফিল্ডে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে।

১৯৯৯ খ্রিস্টাব্দের এই দিনে কসোভোতে প্রথম গণকবরের সন্ধান লাভ। ৮১টি কঙ্কাল উদ্ধার।

SUBSCRIBE TO OUR NEWSLETTER

Seorang Blogger pemula yang sedang belajar

0 Response to "আজকের এই দিনে : ১৪ জুন "

Post a Comment

চাকরির প্রস্তুতি সহায়ক বই
চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

View All

সাম্প্রতিক প্রশ্নোত্তর

View All