প্রশ্ন: বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম এসেছিল?
উত্তর: পর্তুগিজরা।
প্রশ্ন: পর্তুগিজ নাবিক ভাস্কো-ডা-গামা ভারতবর্ষে আসেন কত সালে?
উত্তর : ১৪৯৮ সালে।
প্রশ্ন: ইউরোপ থেকে সমুদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিস্কৃত হয় কত সালে?
উত্তর : ১৪৮৭ সালে।
প্রশ্ন : পর্তুগিজরা কবে বাংলায় ব্যবসা বাণিজ্য আরম্ভ করে?
উত্তর : ১৫৮০ সালে।
প্রশ্ন : পর্তুগিজদের পর কারা বাণিজ্যের জন্য বাংলায় আসে?
উত্তর : ওলন্দাজরা।
প্রশ্ন: 'ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি' কারা, কবে গঠন করেন?
উত্তর : ওলন্দাজরা, ১৬০২ সালে।
প্রশ্ন : বাংলা থেকে আরব বণিকদের বিতাড়িত করে কোন পর্তুগিজ নাবিক?
উত্তর : পেড্রো আলভারেজ কাব্রাল।
প্রশ্ন : ফরাসিরা কখন বাংলায় বাণিজ্য করতে আগমন করে?
উত্তর : ১৬৬৮ সালে।
প্রশ্ন : কোন সালে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়?
উত্তর : ১৬৬৪ সালে।
প্রশ্ন : কোন সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়?
উত্তর : ১৬০০ সালে।
প্রশ্ন : কোন যুদ্ধের ফলে ভারতে ফরাসিদের সাম্রাজ্য বিস্ত্মারের স্বপ্ন ভেঙে যায়?
উত্তর : ১৭৬০ সালের বন্দিবাসের যুদ্ধে।
প্রশ্ন : বন্দিবাসের যুদ্ধে কে, কার কাছে পরাজয় স্বীকার করে?
উত্তর: ইংরেজ সেনাপতি আয়ারকুটের নিকট ফরাসি গভর্নর কাউন্ট লালী পরাজিত হয়।
প্রশ্ন: উপমহাদেশে ব্যর্থ হয়ে ওলন্দাজরা কোথায় বাণিজ্য স্থাপন করে?
উত্তর : ইন্দোনেশিয়ায়।
প্রশ্ন : প্রথম কর্নাট যুদ্ধ কবে, কার মধ্যে সংঘটিত হয়?
উত্তর : ফরসিদের সাথে ইংরেজদের মধ্যে ১৭৪৬ সালে।
প্রশ্ন : ইংরেজরা বাংলায় প্রথম কোন স্থানে কুঠি স্থাপন করে?
উত্তর : সুরাটে।
প্রশ্ন : কে শান্তপূর্ণ বাণিজ্য নীতি পরিত্যাগ করে বন্দর আক্রমণ করে?
উত্তর : ইংরেজ নৌবাহিনীর জন চাইল্ড।
প্রশ্ন : বাংলায় ইংরেজদের কোন কুঠিটি সবচেয়ে সুরক্ষিত ছিল?
উত্তর : ফোর্ট উইলিয়াম।
প্রশ্ন : মুঘল সম্রাটের সঙ্গে ইংরেজদের সন্ধি হয় কোন সালে?
উত্তর : ১৬৬০ সালে।
প্রশ্ন : কলকাতা নগরী কে প্রতিষ্ঠা করেন?
উত্তর : ইংরেজ কর্মচারী জন চার্নক।
প্রশ্ন : ইংরেজরা কোন সালে বাংলা আক্রমণ করে?
উত্তর : ১৬৮৬ সালে।
প্রশ্ন : কত খ্রিষ্টাব্দে নবাব সিরাজ-উদ-দৌলা ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করেন?
উত্তর : ২০ জুন ১৭৫৬।
প্রশ্ন : কোন সালে নবাব আলীবর্দী খানের মৃতু্য হয়?
উত্তর : ১৭৫৬ সালে।
জেনে রাখি - BCS & Job Preparation part 1
0