ExamBD

PDF সার্চ করুন:

WhatsAppFollow us on WhatsApp

আজকের এই দিনে : ০২ অক্টোবর

১১৮৬ সালের এই দিনে ক্রুসেডের যুদ্ধে মুসলিম সেনাপতি সালাউদ্দীন আইয়ুবি বায়তুল মোকাদ্দাস মুক্ত করতে সক্ষম হন।
১৬৯৬ সালের এই দিনে অটোমান সম্রাট প্রথম মাহমুদ জন্মগ্রহণ করেন।
১৭১৮ সালের এই দিনে স্পেনের বিরুদ্ধে লন্ডনে ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রিয়া ও হল্যান্ড-এই চতুঃশক্তির মৈত্রী জোট হয়।
১৭৯০ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম আদমশুমারি শুরু হয়।
১৮৬৯ সালের এই দিনে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সবচেয়ে গুরূত্বপূর্ণ নেতা মহাত্মা গান্ধী জন্মগ্রহন করেন।
১৮৮৯ সালের এই দিনে খ্যাতনামা অভিনেতা, নাট্য পরিচালক ও নাট্যাচার্য শিশিরকুমার ভাদুড়ী জন্মগ্রহন করেন।
১৮৯৬ সালের এই দিনে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও প্রখ্যাত মুসলিম লীগ নেতা লিয়াকত আলি খান জন্মগ্রহন করেন।
১৯০৪ সালের এই দিনে বৃটিশ লেখক গ্রাহাম গ্রীন জন্মগ্রহণ করেন।
১৯০৬ খ্রিস্টাব্দের এই দিনে ভারতের প্রখ্যাত চিত্রশিল্পী রাজা রবি বর্মা মুত্যুবরণ করেন।
১৯১৭ সালের এই দিনে বাংলা সাহিত্যের কবি ও সাহিত্য সমালোচক অক্ষয়চন্দ্র সরকার মৃত্যুবরণ করেন।
১৯২২ সালের এই দিনে চীনে টাইফুনের আঘাতে ৬০ হাজার মানুষের প্রাণহানি ঘটে।
১৯২৭ সালের এই দিনে নোবেলজয়ী (১৯০৩) ‘সুইডিশ রসায়নবিদ আগাস্ট আরেনিয়াস মৃত্যুবরণ করেন।
১৯৩৪ সালের এই দিনে জার্মানির স্বৈরশাসক রূপে এডলফ হিটলারের আত্মপ্রকাশ ঘটে।
১৯৪১ সালের এই দিনে জার্মানীর নাৎসী বাহিনীর নেতা হিটলার রাশিয়ার বিরুদ্ধে দ্বিতীয় হামলার নির্দেশ জারী করে।
১৯৫০ সালের এই দিনে ভারতীয় মডেল ও অভিনেত্রী পার্সিস খামবাট্টা জন্মগ্রহন করেন।
১৯৫৫ সালের এই দিনে সোভিয়েত ইউনিয়ন প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়।
১৯৫৮ সালের এই দিনে ঘানা ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
১৯৯০ সালের এই দিনে ইরাকি ট্যাঙ্ক ও পদাতিক বাহিনী কুয়েত দখল করে।
১৯৯৫ সালের এই দিনে বাংলাদেশ সরকার সাপটা অনুমোদন করে।
১৯৯৬ সালের এই দিনে মাদার তেরেসা আমেরিকার সম্মানিক নাগরিকত্ব লাভ করেন।

SUBSCRIBE TO OUR NEWSLETTER

Seorang Blogger pemula yang sedang belajar

0 Response to "আজকের এই দিনে : ০২ অক্টোবর "

Post a Comment

চাকরির প্রস্তুতি সহায়ক বই
চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

View All

সাম্প্রতিক প্রশ্নোত্তর

View All