ExamBD

PDF সার্চ করুন:

WhatsAppFollow us on WhatsApp

আজকের এই দিনে : ০৩ অক্টোবর

১৫৯১ সালের এই দিনে ইতালির চিত্রশিল্পী ভিনচেনৎসো ক্যাম্পি মৃত্যুবরণ করেন।
১৭৯১ সালের এই দিনে ভারতীয় উপমহাদেশের প্রথম মাসিক পত্রিকা ‘ক্যালকাটা ম্যাগাজিন অ্যান্ড ওরিয়েন্টাল মিউজিয়াম’ প্রকাশিত হতে শুরু করে।
১৮৬৬ সালের এই দিনে ভিয়েনায় অস্ট্রিয়া এবং ইতালির মধ্যে ঐতিহাসিক ভিয়েনা চুক্তি স্বাক্ষরিত হয়।
১৮৯৫ সালের এই দিনে রুশ কবি সের্গেই ইয়েসেনিনের জন্ম।
১৮৯৭ সালের এই দিনে ফরাসি কবি লুই আরাগঁর জন্ম।
১৮৯৯ সালের এই দিনে ডেনীয় ভাষাবিজ্ঞানী লুই ইয়েল্ম্স্লেভ জন্মগ্রহন করেন।
১৯০০ সালের এই দিনে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আয়াতুল্লাহ হাজ্ব মির্যা হাসান শাহরেস্তানী চিরনিদ্রায় শায়িত হন।
১৯০৪ সালের এই দিনে নোবেলজয়ী [১৯৮৭] মার্কিন রসায়নবিদ চার্লস জন পেডারসেনের জন্ম।
১৯২৩ সালের এই দিনে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ প্রথম ভারতীয় মহিলা কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের মৃত্যু।
১৯৩২ সালের এই দিনে ইরাক ব্রিটিশ সাম্রাজ্যবাদ থেকে নিজেদের স্বাধীনতা ঘোষণা করে।
১৯৪৫ সালের এই দিনে বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন প্রতিষ্ঠিত হয়।
১৯৫৮ সালের এই দিনে ইংল্যান্ড প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়।
১৯৭৮ সালের এই দিনে বিশ্বের দ্বিতীয় ও ভারতের প্রথম টেস্ট টিউব শিশুর জন্ম।
১৯৮০ সালের এই দিনে বাংলাদেশের স্বাধীনতা দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা দেয়া হয়।
১৯৮৮ সালের এই দিনে সিউল অলিম্পিক শুরু।
১৯৮৯ সালের এই দিনে ‘সরোদিয়া ওস্তাদ বাহাদুর হোসেন খান কলকাতায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১৯৯০ সালের এই দিনে অক্টোবরে দুই জার্মানী অর্থাৎ পূর্ব জার্মানী এবং পশ্চিম জার্মানী আনুষ্ঠানিকভাবে একত্রিত হবার ঘোষণা দেয়।
১৯৯৩ সালের এই দিনে সাহিত্যিক গোপাল হালদারের মৃত্যু।
২০০১ সালের এই দিনে সঙ্গীতসাধক বারীণ মজুমদারের মৃত্যু।

SUBSCRIBE TO OUR NEWSLETTER

Seorang Blogger pemula yang sedang belajar

0 Response to "আজকের এই দিনে : ০৩ অক্টোবর "

Post a Comment

চাকরির প্রস্তুতি সহায়ক বই
চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

View All

সাম্প্রতিক প্রশ্নোত্তর

View All