ExamBD

PDF সার্চ করুন:

WhatsAppFollow us on WhatsApp

ঢাবিতে ভর্তির আবেদন শুরু সোমবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে অনলাইনের ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী ৭ আগস্ট সোমবার থেকে শুরু হবে। সোমবার দুপুর ২টা থেকে শুরু হয়ে ২৯ আগস্ট রাত ১০টা পর্যন্ত তা চলবে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট সভা কক্ষে প্রথম বর্ষ (সম্মান) শ্রেণিতে ভর্তি বিষয়ক কমটির সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়।
ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীন, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ এনামউজ্জামান, প্রক্টর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এ এম আমজাদ প্রমুখ।

সভার সিদ্ধান্ত অনুযায়ী ব্যবসায় শিক্ষা অনুষদের অধীন গ-ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

এছাড়া চারুকলা অনুষদের অধীন চ-ইউনিটের পরীক্ষা (সাধারণ জ্ঞান) ১৬ সেপ্টেম্বর, কলা অনুষদের অধীন খ-ইউনিটের ২২ সেপ্টেম্বর, চ-ইউনিটের (অংকন) ২৩ সেপ্টেম্বর, বিজ্ঞান অনুষদের অধীন ক-ইউনিটের ১৩ অক্টোবর এবং সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে।

পরবর্তীতে আরও বিস্তারিত প্রক্রিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.du.ac.bd) ও বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

সোর্স: বিডি প্রতিদিন

SUBSCRIBE TO OUR NEWSLETTER

Seorang Blogger pemula yang sedang belajar

0 Response to "ঢাবিতে ভর্তির আবেদন শুরু সোমবার"

Post a Comment

চাকরির প্রস্তুতি সহায়ক বই
চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

View All

সাম্প্রতিক প্রশ্নোত্তর

View All