PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

আজকের এই দিনে : ০৪ আগস্ট

৯৫৪ সালের এই দিনে সাইফুদ্দৌলা হামদানী রোমান খ্রিস্টানদের পরাজিত করেন।
১০৬০ সালের এই দিনে ফ্রান্সের রাজা প্রথম হেনরির মৃত্যু ।
১১৮১ সালের এই দিনে ক্যাসিওপিয়াতে সুপারনোভা দেখা যায় ।
১৪৯২ সালের এই দিনে ক্রিস্টোফার কলম্বাস স্পেন থেকে ওয়েস্ট ইন্ডিজ অভিমুখে যাত্রা করেন।
১৫৭৮ সালের এই দিনে আল কাছার আল কবিরের যুদ্ধে মুরদের হাতে পর্তুগিজরা পরাজিত হয়।
১৬৬৬ সালের এই দিনে নেদারল্যান্ডস ও ইংল্যান্ডের মধ্যে সাগরে যুদ্ধ হয় ।
১৭৯২ সালের এই দিনে খ্যাতনামা বৃটিশ কবি পি বি শেলি জন্মগ্রহণ করেন।
১৮৫৯ সালের এই দিনে নোবেলজয়ী [১৯২০] নরওয়েজীয় কথাশিল্পী ক্যুট হামসুনের জন্ম।
১৮৭০ সালের এই দিনে লর্ড ওয়ানটেজ ব্রিটিশ রেডক্রস সোসাইটি প্রতিষ্ঠা করেন।
১৮৭৫ সালের এই দিনে ডেনিশ লেখক ও রূপকথা-সংগ্রাহক হানস ক্রিস্টিয়ান অ্যান্ডারসনের মৃত্যু।
১৮৮৫ সালের এই দিনে উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন শুরু হয়।
১৮৮৬ সালের এই দিনে কলম্বিয়াতে শাসনতন্ত্র গৃহীত হয় ।
১৯০৪ সালের এই দিনে ‘নাসিমে শুমল’ নামে ইরানের প্রথম দৈনিক পত্রিকা প্রকাশিত হয়। দৈনিকটিতে বেশীর ভাগই হাস্য রসাত্বক, বিনোদন ও সমালোচনা ধর্মী লেখা প্রকাশিত হত।
১৯০৬ সালের এই দিনে ইরানে আলেমদের নেতৃত্বে গণ-আন্দোলনের মুখে তৎকালীন শাসক মুজাফফার উদ্দীন শাহ কাজার সংবিধান প্রণয়নের নির্দেশ জারি করতে বাধ্য হন।
১৯১৪ সালের এই দিনে জার্মানি বেলজিয়াম দখল করে।
১৯১৪ সালের এই দিনে প্রথম মহাযুদ্ধে ফ্রান্সের বিরুদ্ধে জার্মানি যুদ্ধ ঘোষণা করে।
১৯২৮ সালের এই দিনে কলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি সৈয়দ আমীর আলীর মৃত্যু।
১৯২৯ সালের এই দিনে ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতের জন্ম ।
১৯২৯ সালের এই দিনে ভারতীয় গায়ক ও অভিনেতা কিশোর কুমারের জন্ম ।
১৯৩৫ সালের এই দিনে ভারতে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত গভর্নমেন্ট অব ইন্ডিয়া অ্যাক্ট রাজকীয় অনুমোদন লাভ।
১৯৪০ সালের এই দিনে ইতালীয় সেনাবাহিনী কেনিয়া, সুদান ও ব্রিটিশ সোমালিল্যান্ড দখল করে।
১৯৪৭ সালের এই দিনে আবুল হাসানের জন্ম।
১৯৪৮ সালের এই দিনে পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের প্রথম স্ত্রী ও সহকর্মী মিলেভা মেরিক মৃত্যুবরণ করেন।
১৯৬১ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদ এবং রাষ্ট্রপ্রধান বারাক ওবামা জন্মগ্রহন করেন।
১৯৬৪ সালের এই দিনে দক্ষিণ চীন সাগরে উত্তর ভিয়েতনাম ও মার্কিন যুদ্ধ জাহাজের মধ্যে সংঘর্ষ হয় এবং এই যুদ্ধে যুক্তরাষ্ট্র পরাজিত হয়।
১৯৬৫ সালের এই দিনে সুইডেনের প্রধানমন্ত্রী ইয়ন্ ফ্রেদ্রিক রাইনফেল্ৎ এর জন্ম।
১৯৭২ সালের এই দিনে উগান্ডার রাষ্ট্রপতি ইদি আমিন চল্লিশ হাজার এশিয়াবাসীকে উগান্ডা থেকে বহিষ্কারের নির্দেশ দেন।
১৯৭৮ সালের এই দিনে সাংবাদিক ও লেখক মোহাম্মদ ওয়ালিউল্লাহর ইন্তেকাল।
১৯৮৮ সালের এই দিনে পাকিস্তানের সংগ্রামী ব্যক্তিত্ব ও খ্যাতনামা আলেম আল্লামা সাইয়্যেদ আরেফ হোসেন হোসেইনী পেশোয়ার শহরে উগ্রপন্থী ও সন্ত্রাসীদের হামলায় শাহাদাতবরণ করেন।
২০০০ সালের এই দিনে ব্রিটিশ রানিমাতা এলিজাবেথের শততম জন্মবার্ষিকী পালন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.