PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

ঢাবিতে ভর্তির আবেদন শুরু ৭ আগস্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু ৭ আগস্ট দুপুর ২টা থেকে।অনলাইনে এ আবেদন প্রক্রিয়া চলবে ২৯ আগস্ট মঙ্গলবার রাত ১০ টা পর্যন্ত।বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জন সংযোগ দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে বৃহস্পতিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সভা কক্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। সভায় ভর্তি কমিটির সদস্যদের পরামর্শের ভিত্তিতে এ সিদ্ধান্ত গ্রহণ হয়।উপাচার্য ছাড়াও সভায় উপস্থিত অন্য সদস্যরা হলেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দীন, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রশীদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, প্রক্টর এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।সভার সিদ্ধান্ত অনুযায়ী, 'গ' ইউনিটের ভর্তি পরীক্ষা ১৫ সেপ্টেম্বর শুক্রবার, 'চ' ইউনিটের সাধারণ জ্ঞান পরীক্ষা ১৬ সেপ্টেম্বর শনিবার, 'খ' ইউনিটের পরীক্ষা ২২ সেপ্টেম্বর শুক্রবার, 'চ' ইউনিটের অংকন পরীক্ষা ২৩ সেপ্টেম্বর শনিবার, 'ক' ইউনিটের পরীক্ষা ১৩ অক্টোবর শুক্রবার এবং 'ঘ' ইউনিটের পরীক্ষা ২০ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হবে। ওয়েব সাইট ও বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.