১. মহাকাশ কি? - অসীম দিগন্ত বিস্তৃত আকাশ।
২. জ্যোতিষ্ক কি? - অসংখ্যা ক্ষুদ্র ক্ষুদ্র ঝিকমিক করা আলোক বিন্দু।
৩. কোন জ্যোতিষ্কের নিজস্ব আলো নেই? - চাঁদ।
৪. যেসব জ্যোতিষ্কের নিজস্ব আলো আছে তাদের কী বলে? - নক্ষত্র।
৫. পৃথিবীর নিকটতম নক্ষত্র কি? - সূর্য।
৬. সৌরজগতের কেন্দ্রীয় নক্ষত্র কি? - সূর্য।
৭. পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? - প্রায় ১৫ কোটিকিলোমিটার।
৮. ধ্রুবতারা কি? - উত্তর আকাশে একই স্থানে প্রজ্বলিত নক্ষত্র।
৯. গ্রহ কি? - যেসব জ্যোতিষ্কের নিজস্ব আলো নেই।
১০. শুকতারা কি? - সূর্যের একটি গ্রহ।
১১. শুকতারা ভোররাতে ও সন্ধ্যায় কোথায় দেখা যায়? - ভোররাতে পূর্বাকাশে, সন্ধ্যায় পশ্চিমাকাশে।
১২. সৌরজগত কি? - সূর্য এবং তার চারপাশে গ্রহ ও উপগ্রহের জগৎ।
১৩. পৃথিবী কত দিনে সূর্যকে প্রদক্ষিণ করে? - ৩৬৫ দিন ৬ঘণ্টা।
১৪. পৃথিবীর উপগ্রহ কোনটি? - চাঁদ।
১৫. সৌরজগতেরকয়টি গ্রহ এবংউপগ্রহ? - ৯টি গ্রহ ৪১টি উপগ্রহ।
১৬. সবচেয়ে দূরের গ্রহ কোনটি? - প্লুটো।
১৭. পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? - ৩,৮৪,০০০ কি. মি.
১৮. চাঁদ কত দিনে পৃথিবীকে প্রদক্ষিণ করে? - ২৭ দিন ৮ ঘণ্টায়।
১৯. কোন গ্রহের কোন উপগ্রহ নেই? - বুধ ও শুক্রের
২০. মঙ্গলের কয়টি উপগ্রহ আছে? ২টি।
২১. সূর্য পৃথিবী থেকে কত বড়? - ১৩,০০,০০০ গুণ ।
২২. চাঁদের আয়তন কত? - পৃথিবীর ৫০ ভাগের এক ভাগ।
২৩. কক্ষপথ কি? -যে নির্দিষ্ট পথে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে।
২৪. সৌরজগতেরশুধু কোনো গ্রহে প্রাণের অস্তিত্ব আছে? - পৃথিবীতে।
২৫. পৃথিবীর দৈনিক গতিকে কী বলে? - আহ্নিক গতি।
২৬. কত তারিখে উত্তর গোলার্ধে দিন বড় ও রাত ছোট? - ২১শে জুন।
২৭. কত তারিখে রাত ও দিন সমান? - ২১শে মার্চ ও ২৩শে সেপ্টেম্বর।
২৮. নিহারিকা কী দ্বারা পূর্ণ? - গ্যাসীয় পদার্থ দ্বারা।
সাধারণ জ্ঞান পর্ব ১
0
Tags