PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

আজকের এই দিনে : ২১ আগস্ট ২০১৭

ইতিহাসে ২১ আগস্ট।
১৫৬৩ সালের এই দিনে মক্কা মোকাররমা বড় ধরণের বন্যায় প্লাবিত হয়।
১৬১৩ সালের এই দিনে বাংলার শাসনকর্তা ইসলাম খাঁন ইন্তেকাল করেন।
১৬১৩ সালের এই দিনে বারো ভূঁইয়াদের অন্যতম ঈশা খাঁ ইন্তেকাল করেন।
১৭৭০ সালের এই দিনে জেমস কুক আনুষ্ঠানিকভাবে পূর্ব অস্ট্রেলিয়াকে ইংল্যান্ডের অন্তর্ভুক্ত বলে ঘোষণা করেন। নাম রাখা হয় নিউ সাউথ ওয়েলস।
১৭৮৯ সালের এই দিনে ফরাসি গণিতবিদ অগুস্তাঁ লুই কোশি জন্মগ্রহন করেন।
১৮৭৮ সালের এই দিনে প্রথম আমেরিকান বার অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা লাভ করে।
১৯১১ সালের এই দিনে লিওনার্দ দা ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম ‘মোনালিসা’ চুরি হয়।
১৯১৫ সালের এই দিনে ইতালী তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯৩৭ সালের এই দিনে চীন-সোভিয়েত অনক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৩৯ সালের এই দিনে ব্রিটেনে সিভিল ডিফেন্স কার্যক্রম শুরু হয়।
১৯৪০ সালের এই দিনে রুশ বিপ্লবী নেতা লিও ট্রটস্কি মেক্সিকোয় ঘাতকদের হাতে নিহত হন।
১৯৪৩ সালের এই দিনে সাহিত্যে নোবেলজয়ী [১৯১৭] ডেনিশ লেখক হেইনরিক পন্টোপপিডানের মৃত্যু।
১৯৮৮ সালের এই দিনে ইরান ও ইরাকের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি ঘোষিত হয়।
১৯৮৮ সালের এই দিনে উত্তর ও পূর্ব ভারত এবং নেপালে সংঘটিত ভূমিকম্পে ৯০০ জন নিহত হন।
১৯৯১ সালের এই দিনে সোভিয়েত ইউনিয়ন কট্টরপন্থীদের অভ্যুত্থান ব্যর্থ হওয়ায় গরবাচেভ প্রেসিডেন্ট পদে পুনর্বহাল হন।
১৯৯১ সালের এই দিনে এস্তোনিয়া সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়ে স্বাধীনতার ঘোষণা দেয়।
২০০৪ সালের এই দিনে বাংলাদেশের তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার এক সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। অল্পের জন্য শেখ হাসিনা প্রাণে রক্ষা পান। ওই হামলায় বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের স্ত্রী আইভী রহমানসহ ২৪ জন মর্মান্তিকভাবে নিহত হন।
২০০৬ সালের এই দিনে ভারতীয় সানাই বাদক ওস্তাদ বিসমিল্লাহ খান সাহেব মৃত্যুবরণ করেন।
২০০৭ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস নামে পরিচিত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে আর্মি ও পুলিশের আক্রমণের প্রতিবাদে এ দিনটি কালো দিবস হিসাবে চিহ্নিত করা হয়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Thanks For Visiting ❤️
Ok, Go it!