ExamBD

PDF সার্চ করুন:

WhatsAppFollow us on WhatsApp

একাধিক পদে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নিয়োগ

জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। প্রতিষ্ঠানটির ‘বিতরণ ব্যবস্থা ক্ষমতাবর্ধন, পুনর্বাসন ও নিবিড়করণ (রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগ)’ প্রকল্পের অধীনে এ নিয়োগ দেওয়া হবে।
সহকারী প্রকৌশলী ১২ জন, উপসহকারী প্রকৌশলী ১৩ জন, লাইন নির্মাণ পরিদর্শক ছয়জন, স্টোর কিপার একজন এবং অফিস সহকারি কাম কম্পিউটার টাইপিস্ট পদে ছয়জনকে প্রকল্পের মেয়াদকালীন সময়ের জন্য নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা
সহকারী প্রকৌশলী প্রার্থীদের প্রকৌশল (ইলেকট্রিক/ম্যাকানিক্যাল/সিভিল) ও স্নাতক ডিগ্রিধারী হতে হবে। উপসহকারী প্রকৌশলী প্রার্থীদের তড়িৎ/যন্ত্র-কৌশল/পুরকৌশল/পাওয়ার বিষয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট হতে তিন বছর মেয়াদি ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স থাকতে হবে।
লাইন নির্মাণ পরিদর্শকের জন্য প্রার্থীরকে স্বীকৃত কারিগরি বোর্ড থেকে দুই বছর মেয়াদি বিল্ডিং কনস্ট্রাকশন অ্যান্ড মেইনটেন্যান্স/ইলেকট্রিকাল ওয়ার্কস অ্যান্ড মেইনটেন্যান্স ট্রেডে এইচএসসি (প্রভেশনাল) সনদধারী হতে হবে। অথবা স্বীকৃত কারিগরি বোর্ড থেকে দুই বছর মেয়াদি বিল্ডিং মেইনটেন্যান্স/ সিভিল কনস্ট্রাকশন/জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস/ইলেকট্রিকাল মেইনটেন্যান্স ট্রেডে (এসএসসি) পাসসহ দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
স্টোর কিপার প্রার্থীদের খ্যাতনামা প্রতিষ্ঠানে পণ্যাগার রক্ষণাবেক্ষণ, মালামাল প্রদান ও গ্রহণ ইত্যাদি বিষয়ক কাজের ছয় বছরের অভিজ্ঞতাসহ এইচএসসি পাস হতে হবে। এবং অফিস সহকারি কাম কম্পিউটার টাইপিস্ট প্রার্থীদের এসএসসি পাসসহ বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ করে লেখার যোগ্যতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
প্রার্থীদেরকে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে (uridsw.teletalk.com.bd) ওয়েবসাইটে ঢুকে।
আবেদনের সময়সীমা
আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে।
আরো বিস্তারিত জানতে দেখুন প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে (www.reb.gov.bd/) প্রকাশিত বিজ্ঞপ্তি।

SUBSCRIBE TO OUR NEWSLETTER

Seorang Blogger pemula yang sedang belajar

0 Response to "একাধিক পদে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নিয়োগ"

Post a Comment

চাকরির প্রস্তুতি সহায়ক বই
চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

View All

সাম্প্রতিক প্রশ্নোত্তর

View All