PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Daily আপডেট GK ৩০ এপ্রিল ২০২৪




# সম্প্রতি নতুন গ্যাসকুপের সন্ধান পাওয়া গেছে কোথায়?
উত্তর: সোনাইমুড়ী, নোয়াখালী।

# ফ্রিল্যান্সিং খাতের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: দ্বিতীয়।

# গাজা ইস্যুতে মতপার্থর্কে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোন মুখপাত্র পদত্যাগ করেছেন?
উত্তর: হানা রাহরিত।

# স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স এর তথ্যমতে, মোবাইল ইন্টারনেটে বর্তমানে বাংলাদেশ কততম?
উত্তর: ১১২তম।

# বিশ্বের বৃহত্তম বিমানবন্দর টার্মিনাল নির্মাণ কাজ শুরু করেছে কোন দেশে?
উত্তর: সংযুক্ত আরব আমিরাত।

# বর্তমানে বিশ্বের সবচেয়ে আরামের শহর কোনটি?
উত্তর: সিডনি, অস্ট্রেলিয়া।

# গাজায় অস্থায়ী বন্দর নির্মাণের কাজ শুরু করেছে কোন দেশ?
উত্তর: যুক্তরাষ্ট্র।

# বাংলাদেশে জিডিপিতে পর্যটন খাতের অবদান কত শতাংশ?
উত্তর: ৩.৩ শতাংশ।

# থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নাম কী?
উত্তর: গভর্নমেন্ট হাউজ।

# জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে সরকারি কর্মকর্তাদের জন্য কতটি প্রশিক্ষণকেন্দ্র আছে? উত্তর: ৯টি প্রশিক্ষণকেন্দ্র।

# গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের কতটি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ চলছে?
উত্তর: ৪০টি বিশ্ববিদ্যালয়ে।

# বর্তমানে বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা কত? 
উত্তর: ১,২২৬ মেগাওয়াট।

# বর্তমানে কতটি বিদ্যুৎ কেন্দ্রে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন করছে?
 উত্তর: ১২টি।

# বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এখন পর্যন্ত কতটি উচ্চ ফলনশীল জাতের ধান উদ্ভাবন করেছে? উত্তর: ১০২টি।

# বাংলাদেশে তৃতীয় সাবমেরিন ক্যাবল থেকে কী পরিমাণ ব্যান্ডউইথ যুক্ত হবে?
উত্তর: ১৩,২০০ জিবিপিএস।

# যুক্তরাজ্যে ডিপ্লোম্যাট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড-২০২৪ অর্জন করেন কে?
 উত্তর: সাইদা মুনা তাসনিম।

# বাংলাদেশে কত সাল থেকে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার শুরু হয়? 
উত্তর: ১৯৫৭ সাল।

# বর্তমানে বাংলাদেশে সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা কত মেগাওয়াট? 
উত্তর: ৯৯২ মেগাওয়াট।

# পূবালী ব্যাংকের ব্যাংকিং অ্যাপসের নাম কী?
উত্তর: পাই (π)।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Thanks For Visiting ❤️
Ok, Go it!