PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Daily আপডেট GK ০১ মে ২০২৪



# শ্রম দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে?
উত্তর: ১ মে।

# বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদে 'কৃষক ও শ্রমিকের মুক্তি'র কথা বলা হয়েছে?
উত্তর: অনুচ্ছেদ-১৪।

# আনারস পাতার আঁশ থেকে উদ্ভাবিত সুতার নাম কী?
উত্তর: পাইনঅ্যাপল সিল্ক।

# পাইনঅ্যাপল সিল্ক উৎপাদন কেন্দ্র কোথায়?
উত্তর: মানিকগঞ্জ জেলায়।

# তৈরি পোষাক থেকে বাংলাদেশের রপ্তানি আয় কত?
উত্তর: প্রায় ৮৫ শতাংশ। [তথ্যসূত্র: এডিবি]

# IMF-এর তথ্য মতে ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধির প্রাক্কলন কত?
উত্তর: ৬ দশমিক ৬ শতাংশ।

# অনলাইন শপিং পদ্ধতি আবিষ্কার করেন কে?
উত্তর: ইংল্যান্ডের মাইকেল অলড্রিচ (১৯৭৯ সালে)।

# ভবিষ্যতের শহর ওভেন সিটি কোথায় অবস্থিত?
উত্তর: জাপানের হংসু দ্বীপ।

# দেশে আমদানিসহ সম্মিলিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত?
উত্তর: ২৫ হাজার ৯০৩ মেগাওয়াট।

# দেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান কত?
উত্তর: ৩ দশমিক ৩ শতাংশ।

# ফ্রিলান্সিং খাতের সঙ্গে জড়িত কর্মীসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: দ্বিতীয় (বৈশ্বিক মোট সংখ্যার ১৬ শতাংশ)।

# ২০২২-২৩ অর্থবছরে এসি রপ্তানির পরিমাণ কত?
উত্তর: ১৪ লাখ ২৬ হাজার ডলার (প্রায় ১৬ কোটি টাকা)।

# স্পেনের প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তর: পেদ্রো সানচেজ।

# থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নাম কী?
উত্তর: গভর্নমেন্ট হাউজ।

# বিশ্বের বৃহত্তম বিমানবন্দর টার্মিনাল নির্মাণ কাজ শুরু হয়েছে কোন দেশে?
উত্তর: সংযুক্ত আরব আমিরাত (আল মাকতোম ইন্টারন্যাশনাল বিমানবন্দরে)

# পৃথিবীর সবচেয়ে বড় উপন্যাসের নাম কী?
উত্তর: ইন সার্চ অব লস্ট টাইম (লেখক-মার্সেল প্রস্ত; শব্দসংখ্যা-১২ লাখের মতো)।

# একটি দেশের জাতীয় আয় পরিমাপ করা হয় কয়টি ভাবে?
উত্তর: ৩ ভাবে (উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি ও ব্যয় পদ্ধতি)।

# দেশে প্রথম কবে থেকে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার শুরু হয়?
উত্তর: ১৯৫৭ সাল (কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে)

# বর্তমানে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা কত?
উত্তর: ১ হাজার ২২৬ মেগাওয়াট।

# বর্তমানে কতটি বিদ্যুৎ কেন্দ্র নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন করছে? 
উত্তর: ১২টি।

# বর্তমানে দেশে সৌর বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা কত?
উত্তর: ৯৯২ মেগাওয়াট।

# বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এখন পর্যন্ত কতটি উচ্চ ফলনশীল আধুনিক ধানের জাত উদ্ভাবন করে?
উত্তর: ১০২টি।

# তৃতীয় সাবমেরিন ক্যাবল SEA-ME-WE-6 থেকে কী পরিমাণ ব্যান্ডউইথ যুক্ত হবে?
উত্তর: ১৩ হাজার ২০০ জিবিপিএস।

# থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তর: স্রেথা থাভিসিন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Thanks For Visiting ❤️
Ok, Go it!