PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Topic Based GK - মাতারবাড়ী গড়ীর সমুদ্রবন্দর


মাতারবাড়ী গড়ীর সমুদ্রবন্দর


✏️ ১১ নভেম্বর, ২০২৩ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর চ্যানেল উদ্বোধন করেন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন। উল্লেখ্য এটি দেশের ৪র্থ সমুদ্র বন্দর হবে।

• অবস্থান- মহেশখালী, কক্সবাজার।

• চ্যানেলের গভীরতা- ১৬ মিটার (৫২ ফুট)।

• চ্যানেলের ধৈর্ঘ্য- ১৪.৩ কি.মি.।

• জিডিপিতে অবদান রাখবে - ২ থেকে ৩%


দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে


🖊️ ২ সেপ্টেম্বর, ২০২৩ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হয়।

• নাম- ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে PPP প্রকল্প।

•  রুট- বিমানবন্দর থেকে ঢাকা মহাসড়ক (কুতুবখালী) পর্যন্ত।

• র‍্যাম্প - ৩১টি।

• দৈর্ঘ্য - ১৯.৭৩ কি.মি.।

• র‍্যাম্পসহ দৈর্ঘ্য - ৪৬.৭৩ কি.মি.।



COP-28 এবং COP-29


📌 ২৮তম জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন অনুষ্ঠিতে হয়েছে এক্সপো সিটি, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।

📌 ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

📌 বিশ্বে বিভিন্ন দেশের নেতা এবং পরিবেশ বিষয়ক বিশেষজ্ঞ ও প্রতিনিধিরা অংশ নেন এই সম্মেলনে।

📌 COP-28 সম্মেলনের লক্ষ্য ছিল বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির লাগাম টেনে ধরতে মতৈক্য গড়ে তোলা। এছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে গুরুত্ব আরোপ করা হবে।

📌 COP-29 অনুষ্ঠিত হবে- ২০২৪ সালের ১১-২৪ নভেম্বর, আজারবাইজানের বাকুতে

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.