# কবে ২৫ মার্চ কে গণহত্যা দিবস পালনের প্রস্তাব জাতীয় সংসদে গৃহীত হয়?
উত্তর: ২০১৭ সালের ১১ মার্চ।
# নতুন করে আরও কতজন শহীদ বুদ্ধিজীবীর নাম প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়?
উত্তর: ১১৮ জন।
# মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এখন পর্যন্ত চার পর্বে মোট কতজন শহীদ বুদ্ধিজীবীর নাম প্রকাশ করেছে?
উত্তর: ৫৬০ জন।
# ভুটানের সাথে বাংলাদেশ সরকারের মোট কতটি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে?
উত্তর: ৩টি।
# বাংলাদেশের সর্বশেষ পরিবেশ বান্ধব কারখানার নাম কী?
উত্তর: এপিএস নিট কম্পোজিট লিমিটেড, গাজীপুর। (বর্তমানে দেশের সর্বমোট পরিবেশ বান্ধব কারখানার সংখ্যা ২১৪ টি)
# বিশ্বের মোট জনসংখ্যার কত সংখ্যক মানুষ বিশুদ্ধ পানি পায় না?
উত্তর: ২২০ কোটি। (তথ্যসূত্র: ইউনেস্কোর প্রতিবেদন)
# কপ-২৯ সম্মেলন কখন কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: ২০২৪ সালের নভেম্বরে, আজারবাইজানের বাকুতে।
# কত সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়?
উত্তর: ২০১০ সালের ২৫ মার্চ।
# বিশ্ব যক্ষা দিবস কবে পালিত হয়?
উত্তর: প্রতিবছর ২৪ মার্চ।
# সরকার কোন মাসের মধ্যে AI নিয়ে নতুন আইনের খসরা তৈরি করে?
উত্তর: সেপ্টেম্বর।
# চলতি মৌসুমে সারাদেশে মোট পাট চাষের লক্ষ্যমাত্রা কত নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর?
উত্তর: ৭,৬৭,৩০০ হেক্টর জমিতে উৎপাদন প্রত্যাশা ১,০১,৮২,৫০০ বেল।
# সম্প্রতি ICC-এর প্যানেলে কতজন বাংলাদেশি নারী আম্পায়ার যুক্ত হয়েছেন?
উত্তর: চারজন। (আন্তর্জাতিক ম্যাচ রেফারি হিসেবে যুক্ত হয়েছে একজন)
# ভুটানের বর্তমান রাজার নাম কী?
উত্তর: জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।
# ১২পি/পনস- ব্রুকস' কীসের নাম?
উত্তর: ধুমকেতু
# সম্প্রতি কোন দেশ ইউরোপের পরমাণু গবেষণা সংস্থা CERN এর সদস্যপদ পেয়েছে?
উত্তর: ব্রাজিল। (বর্তমানে CERN এর মোট সদস্য-২৩টি)।
# সম্প্রতি ইউরোপের কোন চারটি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে সম্মত হয়েছে?
উত্তর: স্পেন, আয়ারল্যান্ড, মাল্টা ও স্লোভেনিয়া।
# আনুষ্ঠানিকভাবে ছয় দফা ঘোষণা করা হয় কবে?
উত্তর: ১৯৬৬ সালের ২৩ মার্চ।
# এ. কে. ফজলুল হক কবে লাহোর প্রস্তাব উত্থাপন করেন?
উত্তর: ১৯৪০ সালের ২৩ মার্চ। (একই দিন তাকে শেরে বাংলা উপাধি দেওয়া হয়)
# সুবাদার ইসলাম খানের প্রকৃত নাম কী ছিল?
উত্তর: শেখ আলাউদ্দিন চিশতি। (মোঘল সম্রাট জাহাঙ্গীর তাঁকে ইসলাম খান উপাধি দেন)
# 'সাঁওতাল দম্পতি' চিত্রকর্মটির চিত্রকর কে?
উত্তর: শিল্পাচার্য জয়নুল আবেদিন।
# দেশের ইতিহাসে প্রথমবারের মতো বিদেশি ঋণের পরিমাণ কত ছাড়ালো?
উত্তর: ১০০ বিলিয়ন ডলার।
# বিশ্ব আবহাওয়া দিবস কবে পালিত হয়?
উত্তর: প্রতিবছর ২৩ মার্চ।
# সম্প্রতি কোন দুটি দেশ যৌথভাবে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির চুক্তি করেছে?
উত্তর: অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য।
# বিশ্বের প্রথম নারী পাইলটের নাম কী?
উত্তর: রেমন্দ দো লারোশ (ফ্রান্স)।