# কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ আইজিপি ব্যাজ পেয়েছেন কতজন পুলিশ সদস্য- উত্তর: ৪৮৮ জন পুলিশ সদস্য।
# প্রথম বেসরকারি ব্যাংক হিসাবে ব্যাংকাসুরেন্স সেবাটি চালুর অনুমোদন পায় কোন ব্যাংক?
উত্তর: সিটি ব্যাংক।
# নবনিযুক্ত বাংলাদেশ ব্যাংকের দুই জন ডেপুটি গভর্ণর হলেন-
উত্তর: মো. হাবিবুর রহমান ও মো. খুরশীদ আলম।
# বৈদেশিক উৎস থেকে বৈদেশিক মুদ্রার তহবিল সৃষ্টিকে বলে-
উত্তর: অফশোর ব্যাংকিং ব্যবস্থা।
# স্বাধীন ভারতের প্রথম নাগরিক হিসেবে প্রথম সম্মানিত নাইটহুড খেতাব পেলেন কে?
উত্তর: সুনীল ভারতী মিত্তল।
# IRS এর তথ্যমতে, বছরে কী পরিমাণ কর ফাঁকি দেন মার্কিন ধনীরা?
উত্তর: ১৫ হাজার কোটি ডলার।
# লিপ ইয়ার ধারণার প্রবর্তন করেন কে?
উত্তর: রোমান শাসক জুলিয়াস সিজার।
# টানা কত বছর ধরে জাপানে শিশু জন্মহার কমছে? উত্তর: ৮ বছর ধরে।
# 'ইয়োনহাপ' কোন দেশভিত্তিক সংবাদমাধ্যম? উত্তর: উত্তর কোরিয়া।
# বাংলাদেশে মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা কত মেগাওয়াট? উত্তর: ২৬,৫০৪ মেগাওয়াট।
# ব্যাংকের এমডিদের জন্য বাংলাদেশ ব্যাংক সর্বনিম্ন কত বছর বয়সের সময়সীমা নির্ধারণ করেছেন? উত্তর: ৪৫ বছর।
# ২০২২-২৩ অর্থবছরে কত শতাংশ তেল ব্যবহার করে বিদ্যুৎ করা হয়েছে?
উত্তর: ২৩ শতাংশ।
# আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান হিসেবে কে নিয়োগ পেয়েছেন?
উত্তর: বিচারপতি মো. আবু আহমেদ জমাদার।
# বিশ্ব বাণিজ্য সংস্থার এয়োদশ মন্ত্রী পর্যায়ের বৈঠক কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে?
উত্তর: সংযুক্ত আরব আমিরাত।
# বাংলাদেশ ক্রিকেট দলের নতুন ব্যাটিং কোচ ও বোলিং কোচ নির্বাচিত হয়েছেন- উত্তর: ডেভিড হ্যাম্প ও আন্দ্রে অ্যাডামস।
# ২০২৩-২৪ অর্থবছরের প্রথম সাত মাসে এডিপির কত শতাংশ বাস্তবায়িত হয়েছে?
উত্তর: ২৭ শতাংশ।
# কোন দেশ রাশিয়ার জন্য ৬৭০০ কনটেইনার গোলা পাঠিয়েছে? উত্তর: উত্তর কোরিয়া।
# আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম শেঞ্চুরি করেন কোন প্লেয়ার?
উত্তর: Jan Nicol Loftie-Eaton (Namibia's).
# রাশিয়া কত মাসের জন্য পেট্রোল রফতানি নিষিদ্ধ করেছে? উত্তর: ৬ মাস।
# Gmail এর প্রতিদ্বন্দ্বী হিসেবে ইলন মাস্ক এর নতুন পরিষেবার নাম কী?
উত্তর: এক্সমেইল (Xmail)।
# আইএমএফ এর তথ্য মতে, ২০২৩ সালে বৈশ্বিক ঋণের পরিমাণ কত?
উত্তর: ১৫ লাখ ডলারের বেশি।
# বিশ্বব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা পরিচালকের (অপারেশন) নাম কী?
উত্তর: আন্না বিজার্ড।
# তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (LNG) রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: যুক্তরাষ্ট্র।
# পশ্চিমাদের তৈরি কোন মিডিয়া প্ল্যাটফর্মটি রাশিয়ার ভিতরে অনুমোদিত?
উত্তর: ইউটিউব।
# সম্প্রতি পদত্যাগ করা ফিলিস্তিনি প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তর: মোহাম্মদ শাতায়েহ।
# 'হোয়াইক্যং সীমান্ত' কোন দুটি দেশের মদ্যে অবস্থিত?
উত্তর: বাংলাদেশ ও মিয়ানমার।
# বাংলাদেশে কয়টি জেলা পরিষদ রয়েছে?
উত্তর: ৬১টি।
# 'মুক্তবাংলা ভাষ্কর্য' কোথায় অবস্থিত?
উত্তর: ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।