PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Daily আপডেট GK ২৮ ফেব্রুয়ারি ২০২৪



# সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ভারতীয়দের জন্য কয় বছর মেয়াদী মাল্টিপল ভিসা চালু করার ঘোষণা দিয়েছে?

উত্তর: ৫ বছর।


# সম্প্রতি ঘোষণা অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতে একজন ভারতীয় পর্যটক বছরে সর্বোচ্চ কতদিন অবস্থান করতে পারবে?

উত্তর: ১৮০ দিন (৯০ দিন করে দুই দফায়)।

# সম্প্রতি (২৬-০২-২০২৪) হাঙ্গেরির পার্লামেন্ট কোন দেশের ন্যাটোভুক্ত হওয়ার প্রক্রিয়ায় অনুমোদন দিয়েছে?

উত্তর: সুইডেন।

# পাকিস্তানের সংবিধান অনুযায়ী, জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদের নির্বাচনের কতদিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে? 

উত্তর: ৩০ দিন।

# 'ইয়োনহাপ' কোন দেশভিত্তিক সংবাদমাধ্যম?

উত্তর: উত্তর কোরিয়া।

# আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড কার দখলে?

উত্তর: ইয়ান নিকোল লফটি-ইটন, নামিবিয়া (৩৩ বলে)।

# বাংলাদেশে কবে থেকে ব্যাংকাসুরেন্স সেবা চালু হতে যাচ্ছে?

উত্তর: ১ মার্চ, ২০২৪।

# প্রথম বেসরকারি ব্যাংক হিসাবে ব্যাংকাসুরেন্স সেবাটি চালুর অনুমোদন পায় কোন ব্যাংক?

উত্তর: সিটি ব্যাংক।

#:কোনো ব্যাংক ব্যাংকাসুরেন্স সেবায় যুক্ত হতে প্রকৃত খেলাপি ঋণ কত শতাংশের কম হতে হবে?

উত্তর: ৫ শতাংশ।

# ব্রিটিশ সরকার 'রাওলাট আইন' পাশ করে কত সালে?

উত্তর: ১৯১৯ সালে।

# বেসরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হতে কত শতাংশ হারে আয়কর আদায় করা যাবে?

উত্তর: ১৫ শতাংশ।


# পাকিস্তানের প্রথম নারী মূখ্যমন্ত্রীর নাম কী?

উত্তর: মরিয়ম নওয়াজ।

# সম্প্রতি ভাষা শহিদদের স্মরণে কয়টি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ডিজিটাল সেবা উন্মুক্ত করা হয়েছে? 

উত্তর: ৩ টি (উচ্চারণ, কথা ও বর্ণ)।

# কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সহজ ও নির্ভুলভাবে বাংলা লেখার সফটওয়্যারের নাম কী?

উত্তর: সঠিক।

# সম্প্রতি পদত্যাগ করা ফিলিস্তিনের প্রধানমন্ত্রীর নাম কী?

উত্তর: মোহাম্মদ শতায়েহ।

# Gmail এর প্রতিদ্বন্দ্বী হিসাবে ইলন মাস্ক নতুন কোন পরিষেবা চালু করতে যাচ্ছে? 

উত্তর: এক্সমেইল (Xmail )।

# ‘তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)' রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?

উত্তর: যুক্তরাষ্ট্র।


# পরবর্তী ন্যাটো প্রধানের পদে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি কাকে সমর্থন জানিয়েছে?

উত্তর: মার্ক রুট (নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী)।

# বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর তথ্যমতে, দেশে কোন রোগে মানুষের মৃত্যু সবচেয়ে বেশি?

উত্তর: হৃদরোগ (মোট মৃত্যুর ২১ শতাংশ)।

# ইসরায়েল কোন দেশে সবচেয়ে বেশি অস্ত্র রপ্তানি করে?

উত্তর: ভারতে।

# 'তুপোলেভ তু-১৬০' বোমারু বিমানটি কোন দেশের তৈরি?

উত্তর: রাশিয়া।

# মানুষের মল দিয়ে প্রথম জ্বালানি তৈরি করেছে কোন কোম্পানি?

উত্তর: স্যানিভেশন (কেনিয়া)।

# আয়তনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?

উত্তর: ৯২তম (জনসংখ্যায়: অষ্টম)।


# শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে কত সালে অলাভজনক প্রতিষ্ঠান হিসাবে 'ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশন' যাত্রা শুরু করে?

উত্তর: ২০০৭ সালে।

# বর্তমানে দেশে 'লিডারশিপ ইন অনভায়ারনমেন্টাল ডিজাইন' বা লিড সনদপ্রাপ্ত পরিবেশবান্ধব কারখানার সংখ্যা কয়টি?

উত্তর: ২০৯ টি (সর্বশেষ- ২টি প্লাটিনাম স্বীকৃতিপ্রাপ্ত)।

# সর্বনিম্ন কয়জন সংসদ সদস্যের উপস্থিতিতে জাতীয় সংসদের কাজ পরিচালনা হয় বা কোরাম পূর্ণ হয়?

উত্তর: ৬০ জন।

# মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসিত করা হয়? 

উত্তর: রেঙ্গুনে।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Thanks For Visiting ❤️
Ok, Go it!