# বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৩ পাচ্ছেন কতজন?
উত্তর: ১৬ জন।
# ঐতিহাসিক 'ঢাকা গেট' এর নির্মাণ করা হয় কত সালে?
উত্তর: ১৬৬০ থেকে ১৬৬৩ সালে। (মির জুমলা এর নির্মাণ করেন)
# মাইকেল মধুসূদন দত্ত কবে জন্মগ্রহণ করেন?
উত্তর: ২৫ জানুয়ারি, ১৮২৪।
# GSP-plus সুবিধা পেতে হলে বাংলাদেশকে কতটি শর্ত বাস্তবায়ন করতে হবে?
উত্তর: ৩২ টি।
# কথা সাহিত্যিক শওকত আলী কবে মৃত্যুবরণ করেন?
উত্তর: ২৫ জানুয়ারি, ২০১৮।
# UNHCR-এর তথ্যমতে ২০২৩ সালে সাগরে ডুবে কতজন রোহিঙ্গার প্রাণহানি ঘটেছে?
উত্তর: ৫৬৯ জন।
# রাজনীতিবিদ, সমাজসেবী ও লেখক অশ্বিনী কুমার দত্ত কবে জন্মগ্রহণ করেন?
উত্তর: ২৫ জানুয়ারি, ১৮৫৬।
# 'To the Lighthouse' উপন্যাসটির লেখক কে?
উত্তর: ভার্জিনিয়া উলফ। (জন্ম: ২৫ জানুয়ারি, ১৮৮২)।
# ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস কবে পালিত হয়?
উত্তর: ২৪ জানুয়ারি।
# বাংলাদেশকে সোভিয়েত ইউনিয়ন স্বীকৃতি প্রদান করে কবে?
উত্তর: ২৪ জানুয়ারি, ১৯৭২।
# ১ম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে আইসিসির বর্ষসেরা একাদশে নির্বাচিত হয়েছেন কে?
উত্তর: নাহিদা আক্তার। (২০২৩ সালের সেরা নারী একাদশ)
# চিকিৎসাক্ষেত্রে দেশে ১ম বারের মতো রোবোটিক এনজিওপ্লাস্টি পদ্ধতির ব্যবহার করেছে কোন হাসপাতাল?
উত্তর: জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট।
# বাংলাদেশে সামাজিক বনায়ণের সূচনা হয় কত সালে?
উত্তর: ১৯৬৭ সালে।
# বিশ্বে খাদ্য রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: যুক্তরাষ্ট্র।
# একজন রাজনীতিবিদ হয়েও সাহিত্যে নোবেল পায় কোন ব্যক্তি?
উত্তর: স্যার উইনস্টন চার্চিল। (মৃত্যু: ২৪ জানুয়ারি, ১৯৬৫)
# মালদ্বীপে ঘাঁটি গাড়তে যাওয়া চীনের গুপ্তচর জাহাজের নাম কী?
উত্তর: 'শিয়াং ইয়াং হং-৩'।
# ২০২৩ সালে আইসিসি বর্ষসেরা উদীয়মান (পুরুষ) খেলোয়াড় হিসাবে নির্বাচিত হয়েছেন কে?
উত্তর: রাচিন রবীন্দ্র, নিউজিল্যান্ড (নারী- ফিবি লিচফিল্ড, অস্ট্রেলিয়া)।
# গাজীপুরের কাপাসিয়ার দরদরিয়া গ্রামে 'রানির ভিটা' নামে পরিচিত 'একঢালা দুর্গ'টি কোন আমলে নির্মিত?
উত্তর: সুলতানি আমলে।
# 'সাইবার নিরাপত্তা বিল-২০২৩'-এ মোট ধারার সংখ্যা কয়টি?
উত্তর: ৬০ টি।
# তীব্র মাত্রা ক্যালসিয়ামের অভাব হওয়ার অবস্থাকে কী বলে?
উত্তর: টিটেনি।
# তরলে না ভিজিয়ে শুকনো প্রোটন পাউডার খাওয়াকে কী বলে?
উত্তর: ড্রাই স্কুপিং।
Daily আপডেট GK ২৫ জানুয়ারি ২০২৪
0