Daily আপডেট GK ২৪ জানুয়ারি ২০২৪
0
# প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটর হিসেবে আইসিসির বর্ষসেরা একাদশে নির্বাচিত হয়েছেন কে?
উত্তর: নাহিদা আক্তার।
# দেশে প্রথম বারের মতো রোবোটিক এনজিওপ্লাস্টি পদ্ধতির ব্যবহার করেছে কোন হাসপাতাল?
উত্তর: জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট।
# সম্প্রতি চীন সরকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে কোন পদক প্রদান করেছে?
উত্তর: গ্রেট ওয়াল কমেমোরেটিভ পদক।
# বাংলাদেশকে নতুন করে কত কোটি ডলারের ঋণ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে জাপান?
উত্তর: ২০২ কোটি ডলার।
# অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহন করেছে জাতিসংঘের কোন সংস্থায়?
উত্তর: WTO এর দক্ষিন-পূর্ব এশিয়া অঞ্চরের পরিচালক হিসেবে।
# জিএসপি প্লাস সুবিধা পেতে বাংলাদেশকে কতটি শর্তের তালিকা বাস্তবায়ন করতে হবে।
উত্তর: ৩২টি কনভেনশনের শর্ত।
# মালদ্বীপে ঘাঁটি গাড়তে যাওয়া চীনের গুপ্তচর জাহাজের নাম কী?
উত্তর: শিয়াং ইয়াং হং-৩।
# ভিটামিন ডি এর অভাবে কোন কোন রোগ হয়?
উত্তর: রিকেটস।
# বিশ্বে খাদ্য রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: যুক্তরাষ্ট্র।
# প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বাধীনতার স্বীকৃতি দিতে যাচ্ছে কোন দেশ?
উত্তর: ইথিওপিয়া।
# যুক্তরাষ্ট্র থেকে মঙ্গলগ্রহে স্বয়ংক্রিয়ভাবে উড্ডয়ন করা প্রথম মোটরচালিত যানের নাম কী?
উত্তর: ইনজেনুইটি।
# প্রথম জাতীয়ভাবে ম্যালেরিয়ার টিকাদান কর্মসূচি শুরু করেছে কোন দেশ?
উত্তর: ক্যামেরুন।
# ২০২৪ সালে কোন দেশে ন্যাম সম্মেলন (১৯তম) অনুষ্ঠিত হবে?
উত্তর: উগান্ডা।
# আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের পক্ষে একমাত্র সেঞ্চুরিয়ান কে?
উত্তর: তামিম ইকবাল।
# সম্প্রতি 'গোল্ডেন ভিসা' সুবিধা বাতিল করেছে কোন দেশ?
উত্তর: অস্ট্রেলিয়া।
# বিশ্বের বৃহত্তম চাল রফতানিকারক দেশ কোনটি?
উত্তর: ভারত।
# ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এর আয়োজক কোন সংস্থা?
উত্তর: বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবি।
# ভারতের পরবর্তী সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হবে?
উত্তর: ২০২৪ সালে।
# প্রতিবছর ঐতিহাসিক 'গণঅভ্যুত্থান দিবস' পালিত হয় কত তারিখে?
উত্তর: ২৪ জানুয়ারি।
# দেশে প্রথমবারের মতো রোবট দিয়ে হৃদযন্ত্রে স্টেন্ট পড়ানো হয় (রোবোটিক এনিজওপ্লাস্টি) কবে?
উত্তর: ২১ জানুয়ারি, ২০২৪ (জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে)।
# সম্প্রতি মালদ্বীপের উদ্দেশ্যে যাত্রা শুরু করা চীনের বেসামরিক গবেষণা জাহাজটির নাম কী?
উত্তর: শিয়াং ইয়াং হং-০৩।
# বিশ্বের প্রথম কোন দেশ ডেঙ্গুর টিকা 'কিউডেঙ্গা' সরকারিভাবে প্রয়োগ করতে যাচ্ছে?
উত্তর: ব্রাজিল।
# ডেঙ্গুর টিকা 'কিউডেঙ্গা' প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম কী?
উত্তর: তাকেদা, জাপান।
# ধমনির প্রাচীর কয় স্তরবিশিষ্ট?
উত্তর: ৩ স্তর।