PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Daily আপডেট GK ২৩ জানুয়ারি ২০২৪



# যুগসন্ধিক্ষণের কবি বলা হয় কাকে?
উত্তর: ঈশ্বরচন্দ্র গুপ্ত। (মৃত্যু: ২৩ জানুয়ারি, ১৮৫৯)

# কবি নবীনচন্দ্র সেন মৃত্যুবরণ করেন-
উত্তর: ২৩ জানুয়ারি, ১৯০৯ সালে।

# দেশের সর্ববৃহৎ গ্যাসক্ষেত্র তিতাস কতসালে আবিষ্কৃত হয়?
উত্তর: ১৯৬২ সালে।

# ২০২১ সালের বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান কত ছিল?
উত্তর: ৯৫ তম (১৯৫টি দেশের মধ্যে)।

# বিশ্বে প্রথম জাতীয়ভাবে ম্যালেরিয়ার টিকাদান কর্মসূচি শুরু করেছে কোন দেশ?
উত্তর: ক্যামেরুন।

# বিশ্বের যেকোনো অর্থনীতিকে প্রধানত কয়টি খাতে ভাগ করা হয়?
উত্তর: তিনটি।

# সম্প্রতি কোন দেশ 'গোল্ডেন ভিসা' কর্মসূচি বাতিল করেছে?

উত্তর: অস্ট্রেলিয়া।

# ১৯তম NAM সম্মেলন-২০২৪ কোন দেশে অনুষ্ঠিত হবে?
উত্তর: উগান্ডা।

# ২০২৩ সালে বাংলাদেশে নতুন করে কতটি পোশাক কারখানা নির্মাণ হয়েছে? উত্তর: ২৬৪টি।

# কোন শিল্পকে ২০২৪ সালের বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ সরকার?
উত্তর: হস্তশিল্প।

# ব্যাংক খাতের মোট ঋণের কত শতাংশ যায় বেসরকারি খাতে?
উত্তর: প্রায় ৮০ শতাংশ। (সূত্র: বাংলাদেশ ব্যাংক)

# স্বাস্থ্য বিভাগ ২০২৫ সাল নাগাদ ৩০ লাখ রোগীকে কোন প্রকল্পের আওতায় আনতে চায়?

উত্তর: নন-কমিউনিকেবল ডিজিজ (এনসিডি) কর্ণার।

# কোন দেশ বিশ্বের সবচেয়ে উঁচু ঝুলন্ত মসজিদ উদ্বোধনের মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে?
উত্তর: সৌদি আরব। (সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫৮৪ ফুট উঁচুতে অবস্থিত)

# সম্প্রতি আফগানিস্তানে বিধ্বস্ত হওয়া রাশিয়ার চাটার্ড উড়োজাহাজটি কোন মডেলের?
উত্তর: ফ্যালকন-১০ মডেলের। (১৯৭৮ সালে ফ্রান্সে নির্মিত)

# অ্যাংলো-স্কটিশ কবি লর্ড বায়রন কবে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৭৮৮ সালের ২২ জানুয়ারি।

# বিখ্যাত ইংরেজ দার্শনিক ফ্রান্সিস বেকন কবে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৫৬১ সালের ২২ জানুয়ারি।

# সম্প্রতি চীন সরকার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে কোন পদক প্রদান করেছে?
উত্তর: গ্রেট ওয়াল কমেমোরেটিভ পদক।

# সম্প্রতি আফ্রিকান কোন দেশ 'ক্রলিং পেগ' নীতি অনুসরণের ঘোষণা দিয়েছে?
উত্তর: নাইজেরিয়া।

# ২০২৪ সালে বিপিএলের ১০ম আসরে প্রথম হ্যাটট্রিক করে কোন বোলার?
উত্তর: শরীফুল ইসলাম, দূরন্ত ঢাকা (কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে)।

# সামরিক জোট ন্যাটোর বর্তমান শীর্ষ কমান্ডারের নাম কী?
উত্তর: জেনারেল ক্রিস ক্যাভোলি।

# পানযোগ্য পানিতে BOD গ্রহণযোগ্য মাত্রা কত?
উত্তর: ১-২ পিপিএম।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.