PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Daily আপডেট GK ২২ জানুয়ারি ২০২৪



# বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ এর সহায়তাকারী দেশ কোনটি?
উত্তরঃ নেদারল্যান্ড।

# সম্প্রতি মিয়ানমার সীমান্তে বেড়া দেওয়ার পরিকল্পনা করেছে কোন দেশ?
উত্তরঃ ভারত।

# কোন দেশ বিশ্বের সবচেয়ে উঁচু ঝুলন্ত মসজিদ উদ্বোধনের মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে?
উত্তরঃ সৌদি আরব। (সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫৮৪ ফুট উঁচুতে অবস্থিত)

# কোন শিল্পকে ২০২৪ সালের বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ সরকার?
উত্তরঃ হস্তশিল্প।

# প্রথম দেশ হিসাবে সোমালিল্যান্ডকে স্বাধীনতার স্বীকৃতি দিতে যাচ্ছে কোন দেশ? উত্তরঃ ইথিওপিয়া।

# সম্প্রতি আফ্রিকান কোন দেশ 'ক্রলিং পেগ' নীতি অনুসরণের ঘোষণা দিয়েছে?
উত্তরঃ নাইজেরিয়া।

# সম্প্রতি আফগানিস্তানে বিধ্বস্ত হওয়া রাশিয়ার চাটার্ড উড়োজাহাজটি কোন মডেলের?
উত্তরঃ ফ্যালকন-১০ মডেলের। (১৯৭৮ সালে ফ্রান্সে নির্মিত)

# স্বাস্থ্য বিভাগ ২০২৫ সাল নাগাদ ৩০ লাখ রোগীকে কোন প্রকল্পের আওতায় আনতে চায়?
উত্তরঃ নন-কমিউনিকেবল ডিজিজ (এনসিডি) কর্ণার।

# ২০২৪ সালে বিপিএল এর কততম আসর অনুষ্ঠিত হচ্ছে?
উত্তরঃ দশম আসর।

# সম্প্রতি চাঁদে সফলভাবে অবতরণ করা জাপানের চন্দ্রযান এর নাম কী?
উত্তরঃ স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন (স্লিম)।

# ২৮তম বাণিজ্য মেলা কবে থেকে শুরু হয়েছে?
উত্তরঃ ২১ জানুয়ারি, ২০২৪।

# বর্তমানে দেশে পল্লী উন্নয়ন একাডেমি কয়টি?
উত্তরঃ ৪টি।

# প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন পণ্যকে ২০২৪ সালের বর্ষপণ্য হিসাবে ঘোষণা দিয়েছেন?
উত্তর: হস্তশিল্প পণ্য।

# সোমালিল্যান্ড কত সালে সোমালিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা দেয়?
উত্তর: ১৯৯১ সালে।

# প্রথম দেশ হিসাবে সোমালিল্যান্ডকে স্বাধীনতার স্বীকৃতি দিতে যাচ্ছে কোন দেশ?
উত্তর: ইথিওপিয়া।

# সম্প্রতি আফগানিস্তানে নিখোঁজ হওয়া (বিধ্বস্ত) রাশিয়ার উড়োজাহাজটির নাম কী?
উত্তর: ফ্যালকন-১০।

# 'সান সেবাস্তিয়ান' কোন দেশের ঐতিহ্যবাহী উৎসব?
উত্তর: নিকারাগুয়া।

# 'মেটাভার্স' শব্দটি প্রথম ব্যবহৃত হয় কত সালে?
উত্তর: ১৯৯২ সালে (নিল স্টিভেনসনের 'স্নো ক্র্যাশ' গ্রন্থে)।

# সম্প্রতি 'বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)' টানা ১৫ বছর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের প্রাথমিক চুক্তি করেছে কোন প্রতিষ্ঠানের সাথে?
উত্তরঃ সামিট গ্রুপ।

# ২০২৪ সালের বর্ষ পণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে কোন পণ্যকে?
উত্তরঃ হস্তশিল্পজাত পণ্যকে।

# সম্প্রতি ভারত নির্ভরতা কমাতে কোন দেশ থেকে ড্রোন কিনবে মালদ্বীপ?
উত্তরঃ তুরস্ক।

# সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ডলারের দাম নির্ধারণে কোন পদ্ধতি ব্যবহারের ঘোষণা দিয়েছে?
উত্তরঃ ক্রলিং পেগ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Thanks For Visiting ❤️
Ok, Go it!